East Bengal-Mohun Bagan: বাংলার জামাই অমিতাভ, জানেন তিনি মোহনবাগান না ইস্টবেঙ্গল?

Oct 17, 2024 | 5:55 PM

Amitabh Bachchan: কৌন বনেগা কোড়পতির মঞ্চে সকল প্রতিযোগীদের সঙ্গে খোলা মনে কথা বলেন অমিতাভ বচ্চন। এক এপিসোডে বাংলার এক প্রতিযোগী তাঁর কাছে এই ইস্ট-মোহনকে সমর্থন করার প্রশ্নটি রাখেন।

East Bengal-Mohun Bagan: বাংলার জামাই অমিতাভ, জানেন তিনি মোহনবাগান না ইস্টবেঙ্গল?
East Bengal-Mohun Bagan: বাংলার জামাই অমিতাভ, জানেন তিনি মোহনবাগান না ইস্টবেঙ্গল?

Follow Us

কলকাতা: বিগ বি আর খেলাধূলার আলাদাই একটা কানেকশন আছে। সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে কেবিসির ১৬তম সংস্করণে। বলিউডের ‘শাহেনশা’-কে সেখানে এ বার এক প্রতিযোগী প্রশ্ন করে বসেন, ইস্টবেঙ্গল (East Bengal) নাকি মোহনবাগানকে (Mohun Bagan) সমর্থন করেন তিনি। বৈবাহিক সূত্রে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) বাঙালির জামাই। কলকাতায় অনেকটা সময় কাটিয়েছেন তিনি। কেবিসির মঞ্চে বিগ বি-র সামনে এই প্রশ্ন আসতে তিনি নিজের পছন্দের কথা পরিষ্কার জানিয়েছেন। কলকাতার কোন প্রধান পায় বিগ বি-র সমর্থন?

কৌন বনেগা কোড়পতির মঞ্চে সকল প্রতিযোগীদের সঙ্গে খোলা মনে কথা বলেন অমিতাভ বচ্চন। এক এপিসোডে বাংলার এক প্রতিযোগী তাঁর কাছে এই ইস্ট-মোহনকে সমর্থন করার প্রশ্নটি রাখেন। হুগলির বাসিন্দা বাচ্চু সাঁতরা কেবিসির হটসিটে বসে অমিতাভ বচ্চনকে প্রশ্ন করেন তিনি ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান কোন দলকে সাপোর্ট করেন?

এই খবরটিও পড়ুন

এরপর কথোপকথনের মাঝে অমিতাভ বচ্চন বাংলার ওই প্রতিযোগীকে জিজ্ঞাসা করেন, তিনি ফুটবল খেলেছেন কিনা। এরপরই তিনি জানান, বাঙালি মানেই সে তো ফুটবল খেলবেই। এই প্রশ্ন তাই বাঙালিদের করা উচিত নয়। কেবিসির হটসিটে বসে থাকা বাংলার ওই প্রতিযোগী জানান, তাঁর ক্রিকেট ভালো লাগে। এরপর বিগ বি প্রথমে বাচ্চুকে প্রশ্ন করেন, তিনি ইস্টবেঙ্গল নাকি মোহনবাগানের সাপোর্টার। উত্তরে বাংলার প্রতিযোগী মোহনবাগান বললে অমিতাভ বচ্চন বলে ওঠেন, ‘আরে শাবাশ। আমি মোহনবাগান সমর্থক।’

বিগ বি-র এই মোহনবাগান প্রেম একাধিক বাগান প্রেমীকে খুশি করে দিয়েছে। অমিতাভ মোহনবাগানের সাপোর্টার ভেবে বাচ্চুও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।

Next Article