AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Angel Di Maria: ভিডিয়ো: বাধ মানল না চোখের জল, কোপা চ্যাম্পিয়ন হয়েই অবসর ডি মারিয়ার

Copa America 2024: আর্জেন্টিনার জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে নিলেন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ১-০ ব্যবধানে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। কোপা জেতার পরই আন্তর্জাতিক ফুটবলকে অবসর জানালেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

Angel Di Maria: ভিডিয়ো: বাধ মানল না চোখের জল, কোপা চ্যাম্পিয়ন হয়েই অবসর ডি মারিয়ার
Angel Di Maria: ভিডিয়ো: বাধ মানল না চোখের জল, কোপা চ্যাম্পিয়ন হয়েই অবসর ডি মারিয়ারImage Credit: AFP, X
| Updated on: Jul 15, 2024 | 11:23 AM
Share

কলকাতা: কোপা চ্যাম্পিয়ন হয়ে অবসরের পথে হাঁটালেন আর্জেন্টাইন (Argentina) তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria)। কাতার বিশ্বকাপ জেতার পরই ডি মারিয়া জানিয়ে দিয়েছিলেন কোপা আমেরিকার পরই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। সেটাই করলেন। নীল-সাদা জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডি মারিয়া। ১১৭ মিনিটে তিনি যখন মাঠ ছাড়েন, ততক্ষণে আর্জেন্টিনা এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। নেপথ্যে ১১২ মিনিটে লাওতারো মার্টিনেজের গোল। কাঁদতে কাঁদতে মাঠ থেকে বেরোন ডি মারিয়া।

আর্জেন্টিনার জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে নিলেন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়া। দেশের জার্সিতে শেষ ম্যাচ। স্বাভাবিক ভাবেই একরাশ আবেগ ঝড়ে পড়ছিল ডি মারিয়ার চোখে-মুখে। তাই ম্যাচ শেষ হওয়ার আগে যখন তিনি মাঠ ছাড়েন, সেই সময় কান্নায় ভেঙে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

কোপা আমেরিকার ফাইনালের শেষে আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া বলেন, ‘জাতীয় দল থেকে এ ভাবেই আমি অবসর নিতে চেয়েছিলাম। আর্জেন্টিনা আমার ভালোবাসা। আমার দেশ। ধন্যবাদ।’

আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসি তাঁর সতীর্থ ও কাছের বন্ধু ডি মারিয়ার কেরিয়ারের শেষ বেলায় তাঁকে গুরুত্ব দিতে ভোলেননি। কোপার ট্রফি নিতে যাওয়ার সময় তিনি ডেকে নেন ডি মারিয়াকে। সঙ্গে ডাকেন নিকোলাস ওটামেন্ডিকেও। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।