AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ARG vs CRO Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া সেমিফাইনাল ম্যাচ

Argentina vs Croatia Live Streaming, Fifa World Cup 2022: ২০২২ ফিফা বিশ্বকাপে এ বার সেমিফাইনালের মহাযুদ্ধ। মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

ARG vs CRO Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া সেমিফাইনাল ম্যাচ
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 12:05 AM
Share

দোহা: দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ২০২২ কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)। মঙ্গলবার শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই। ১৮ ডিসেম্বর ‘ব্যাটেল অব লুসেইল’-এ দেখা যাবে কোন দুটি টিমকে তা নির্ধারিত হয়ে যাবে আগামী দুই দিনে। শেষ চারে পা দলগুলি হল ফ্রান্স, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া এবং মরক্কো। প্রথম ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা (Argentina) ও ক্রোয়েশিয়া (Croatia)। লিওনেল মেসির শেষ বিশ্বকাপে কাতার থেকে সোনালি কাপ ঘরে ফেরাতে মরিয়া আলবিসেলেস্তেরা। রাশিয়ায় যে স্বপ্ন অধরা থেকে গিয়েছিল, কাতারে সেদিকেই লক্ষ্য বিপক্ষ দল ক্রোয়েশিয়ার।

বিশ্বকাপে দুটি দলের তৃতীয়বার মুখোমুখি সাক্ষাৎ। নকআউটের ম্যাচে প্রথম। ১৯৯৮ সালে আর্জেন্টাইনরা ১-০ গোলে ক্রোটদের হারায়। এরপর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে মদ্রিচদের বিরুদ্ধে ৩-০ গোলে বড় পরাজয় দেখেছিলেন লিও মেসিরা। চার বছর আগে বড় ব্যবধানে হারের যন্ত্রণা নিয়েই বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোটদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াও হাত গুটিয়ে বসে নেই। ষষ্ঠ বিশ্বকাপ ফাইনালে দিকে এক পা বাড়িয়ে রাখা আর্জেন্টাইনদের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিতে তৈরি। কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচ? হদিশ দিল টিভি৯ বাংলা

এ বারের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি কবে হবে?

এ বারের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি রয়েছে মঙ্গলবার মধ্যরাত ( ১৪ ডিসেম্বর)।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি কোথায় হবে?

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি লুসেইল স্টেডিয়ামে হবে।

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি শুরু হবে রাত ১২.৩০ মিনিটে।

কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং?