AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salim-Humayun: দেড় ঘণ্টার গোপন বৈঠক, বিজেপি-তৃণমূল ফেরত হুমায়ুনের সঙ্গে আলোচনায় বসলেন সেলিম

Humayun Kabir: গত ডিসেম্বর মাসে জনতা ইউনাইটেড পার্টি নামে নতুন দল গঠন করেন হুমায়ুন। তিনি ঘোষণা করেছিলেন, একাই শতাধিক আসনে প্রার্থী দেবেন তিনি। দল গঠনের দিনই মঞ্চ থেকে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তিনি। পরে হুমায়ুন বলেছিলেন, সিপিএম ও আইএসএফের সঙ্গে জোটে আগ্রহী তিনি।

Salim-Humayun: দেড় ঘণ্টার গোপন বৈঠক, বিজেপি-তৃণমূল ফেরত হুমায়ুনের সঙ্গে আলোচনায় বসলেন সেলিম
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 28, 2026 | 11:31 PM
Share

কলকাতা: ভোট এগিয়ে আসতেই বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে শুরু হচ্ছে চর্চা। নতুন দল গঠন করে চমক দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক তথা তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবীর। এবার সেই হুমায়ুনের সঙ্গে বৈঠকে বসলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বেশ কিছুদিন ধরেই জোট জল্পনা বাড়াচ্ছিলেন হুমায়ুন। এবার মুখোমুখি বসলেন সেলিমের সঙ্গে।

বুধবার একটি হোটেলে সেলিমের সঙ্গে হুমায়ুনের সাক্ষাৎ হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, জোটের বিষয়ে আলোচনা হয়েছে। মালদহ ও মুর্শিদাবাদে কীভাবে জোট গড়া যায়, কী সুবিধা হবে, তা নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আগেই হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

গত ডিসেম্বর মাসে জনতা ইউনাইটেড পার্টি নামে নতুন দল গঠন করেন হুমায়ুন। তিনি ঘোষণা করেছিলেন, একাই শতাধিক আসনে প্রার্থী দেবেন তিনি। দল গঠনের দিনই মঞ্চ থেকে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তিনি। পরে হুমায়ুন বলেছিলেন, সিপিএম ও আইএসএফের সঙ্গে জোটে আগ্রহী তিনি। এবার সেলিমের সঙ্গে আলোচনায় সেই পথই প্রশস্ত হল কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে।

হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জোট নিয়ে সুন্দর আলোচনা হয়েছে। জোট না করার থাকলে তো কেউ ১ ঘণ্টা ১০ মিনিট আলোচনা করতেন না। সদর্থক আলোচনা হয়েছে, এটুকু বলতে পারি।” তবে কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী নন হুমায়ুন। তিনি বলেন, “আমি আমার দলের সিদ্ধান্ত নেওয়ার মালিক। কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না সেটা সেলিম দেখবেন।” কয়েকদিনের মধ্যে সবটা পরিষ্কার হয়ে যাবে বলে জানান তিনি। এর আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গেও বামেদের আলোচনা হয়েছে আলিমুদ্দিনে।

উল্লেখ্য, কংগ্রেসের হাত ধরে রাজনীতি শুরু করা হুমায়ুন কবীর তৃণমূল-বিজেপির হাত ধরে রাজনীতি করেছেন ভোটেও লড়েছেন। এবার জোটের স্বার্থে সিপিএমের হাত ধরবেন? কিছুদিনের মধ্যেই হয়ত সেটা স্পষ্ট হয়ে যাবে।