Plane Crash: অবতরণের আগে র্যাডার থেকে হঠাৎ উধাও! আবার ভেঙে পড়ল বিমান, মৃত এক নেতা সহ ১৫ জন
Flight Crash: বিচক্রাফ্ট ১৯০০ নামক ওই বিমানটি সাতেনা ফ্লাইটের পরিচালিত। জানা গিয়েছে, ওসানায় অবতরণের কথা ছিল বিমানের। তবে নির্ধারিত অবতরণের কয়েক মিনিট আগেই, দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কলম্বিয়া: আবারও এক বিমান দুর্ঘটনা। ফের একবার বিমানের সকল যাত্রীর মৃত্যু। ভেঙে পড়ল সাতেনা এয়ারলাইন্সের ছোট বাণিজ্যিক বিমান। দুর্ঘটনায় বিমানের ১৫ যাত্রীরই মৃত্যু হয়েছে। তবে কি ছোট বিমানে একেবারেই যাত্রীদের নিরাপত্তা নেই? একের পর এক দুর্ঘটনায় এই প্রশ্নই উঠছে।
বুধবার কলম্বিয়াতে ভেঙে পড়ল একটি ছোট বাণিজ্যিক বিমান। ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্তের কাছে বিমানটি মাঝ আকাশ থেকে ভেঙে পড়ে বলেই জানিয়েছে কলম্বিয়ার অসামরিক উড়ান মন্ত্রক।
বিচক্রাফ্ট ১৯০০ নামক ওই বিমানটি সাতেনা ফ্লাইটের পরিচালিত। জানা গিয়েছে, ওসানায় অবতরণের কথা ছিল বিমানের। তবে নির্ধারিত অবতরণের কয়েক মিনিট আগেই, দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিপদ বুঝে তল্লাশি অভিযান শুরু করা হয়।
✈️ Tragedia aérea
Avión de Satena que cubría la ruta Cúcuta–Ocaña se estrelló en Norte de Santander. El accidente dejó 15 muertos, entre ellos el congresista Diógenes Quintero.#Satena #AccidenteAéreo #Colombia 🕊️🇨🇴 pic.twitter.com/aKVD30eWbZ
— El Regional (@regionalmorelos) January 29, 2026
কাতাতুমবোর পার্বত্য এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার ওই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। উদ্ধারকারী দল ও স্থানীয় সূত্রে খবর, বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। ক্রু সদস্য সহ ১৫ জন যাত্রীরই মৃত্যু হয়েছে। যদিও সরকারি বিবৃতি এখনও দেওয়া হয়নি।
সরকারের তরফে বায়ুসেনাকে পাঠানো হয়েছে দেহগুলি উদ্ধার করে আনার জন্য। সূত্রের খবর, ওই বিমানে একজন আইনপ্রণেতা ও একজন বিধানসভার প্রার্থীও ছিলেন। তাদেরও মৃত্যু হয়েছে।
