ARG vs CRO FIFA WC Semi Final Match Preview : ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার আশা-আকাঙ্খা-ভরসা সেই মেসি
Argentina vs Croatia FIFA world Cup 2022: ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ বলেছেন, 'গত বিশ্বকাপ সেমিফাইনালে (২০১৮ রাশিয়া বিশ্বকাপ) ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে সেরা ম্যাচ ছিল। ব্রাজিলের বিরুদ্ধে গত ম্যাচটা তালিকায় দ্বিতীয় স্থানে থাকবে। আর যদি আর্জেন্টিনার বিরুদ্ধে জিততে পারি, সেটা ক্রোয়েশিয়ার ইতিহাসে সর্বকালের সেরা ম্যাচ হবে।'
লুসেইল : বিশ্বকাপে ছোট দল কিংবা বড় দল বলে কিছু হয় না। অন্তত কাতার বিশ্বকাপের এতটা পথ তাই বলছে। কেই বা ভেবেছিল সৌদি আরবও হারিয়ে দেবে আর্জেন্টিনাকে! কিংবা ক্যামেরুনের কাছে হারবে ব্রাজিল! জার্মানি, স্পেন মাথানত করবে জাপানের কাছে, সেটাও কি কেউ ভেবেছিল! এমন অনেক অপ্রত্যাশিত ঘটনাই দেখা গিয়েছে এ বারের বিশ্বকাপে। সবচেয়ে বড় চমক, আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেওয়া মরক্কো। তাদের সামনে এ বার ‘ফাইনাল’ চমক দেওয়ার পালা। মরক্কোকে আরও একটা দিন অপেক্ষা করতে হবে। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। মাঝমাঠ বনাম মেসি? নাকি গোলকিপার ডমিনিক লিভাকোভিচ বনাম আর্জেন্টিনা? এমন অনেক মুহূর্তই দেখা যাবে। প্রথম সেমিফাইনাল ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।
মরুদেশে একাই পথ চলা শুরু হয়েছিল লিওনেল মেসির। আর্জেন্টিনার স্বপ্নের সওদাগর। বিশ্বকাপ অভিযানে প্রথম ম্যাচে মাথানত করে মাঠ ছাড়তে হয়েছিল। অনবদ্য প্রত্যাবর্তনে মাথা উঁচু করেছেন। শুধু মেসিই নন, পুরো আর্জেন্টিনা দল। এখন আর পিছন ফিরে তাকানোর সুযোগ নেই। শুধু আর্জেন্টিনাই নয়, সারা বিশ্বের আর্জেন্টিনা এবং লিও মেসির সমর্থকরা আশায় বুক বাঁধছেন ম্যাজিশিয়ান মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখবেন বলে। কাজটা একে বারেই সহজ নয়। গ্র্যান্ড ফিনালে অবধি পৌঁছতে ক্রোয়েশিয়া চ্যালেঞ্জ পেরোতে হবে। বিশেষ করে ভুললে চলবে না ক্রোয়েশিয়া মাঝমাঠ এবং গোলকিপার ডমিনিক লিভাকোভিচের কথা। তবে আর্জেন্টিনা শিবিরে একটা নামই যেন সব বাধা পেরোনোর শক্তি জোগাচ্ছেন। কার্ড সমস্যায় সেমিফাইনাল মার্কোস আকুনা এবং গঞ্জালো মন্টিয়ালকে পাবে না আর্জেন্টিনা। আকুনার পরিবর্তে নিকোলাস তাগলিয়াফিকো একাদশে ঢুকবেন। রড্রিগো ডি পল গত ম্যাচে খেলেছেন। ডি মারিয়া পরিবর্ত হিসেবে নেমেছিলেন। হাইভোল্টেজ সেমিফাইনালে প্রথম একাদশেই রাখা হবে তাঁদের। ক্রোয়েশিয়া শিবিরে কোনও চোট সমস্যা নেই।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর্জেন্টিনার আচরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, ‘এটাই ফুটবল। গত ম্যাচটা যেভাবে আমাদের খেলার প্রয়োজন ছিল, সেভাবেই খেলেছি। কোনও কোনও ম্য়াচে এমনটা হতে পারে। এটা নিয়ে বিতর্ক হতেই পারে। আর এসব সামাল দেওয়ার জন্যই রেফারি থাকে।’ ক্রোয়েশিয়ার নজর ইতিহাস গড়ার দিকে। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার পথে হারাতে হবে আর্জেন্টিনাকে। আর এ ব্যপারে আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়া শিবির। আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে, ক্রোয়েশিয়ার বিরাট পাওনা হবে। ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ বলেছেন, ‘গত বিশ্বকাপ সেমিফাইনালে (২০১৮ রাশিয়া বিশ্বকাপ) ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে সেরা ম্যাচ ছিল। ব্রাজিলের বিরুদ্ধে গত ম্যাচটা তালিকায় দ্বিতীয় স্থানে থাকবে। আর যদি আর্জেন্টিনার বিরুদ্ধে জিততে পারি, সেটা ক্রোয়েশিয়ার ইতিহাসে সর্বকালের সেরা ম্যাচ হবে।’