
আটত্রিশে পা দিলেন লিওনেল মেসি। বিশ্বজুড়ে আর্জেন্টাইন রাজপুত্রের জন্মদিন পালন ভক্তদের। নরেন্দ্রপুর গ্রীন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি সাড়ম্বরে এলএম টেনের বার্থডে সেলিব্রেট করল। প্রধান উদ্যোক্তা কমিটির সেক্রেটারি বিশ্বজিৎ দাসের জন্মদিনও আবার একই দিনে। গত বছর দুর্গাপুজোয় কাতারের লুসেইল স্টেডিয়ামের আদলে মণ্ডপ সাজিয়েছিল এই পুজো কমিটি। উপরে ছিল বিশ্বকাপ হাতে মেসির মূর্তি। এ বছরের শেষে কলকাতায় আসার কথা বিশ্বজয়ী ফুটবলারের। মেসিকে ভারত সফরে আনতে চলেছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। মেসির জন্মদিনে সেই অপেক্ষা যেন আরও বেশি করে শুরু হয়ে গেল।
নরেন্দ্রপুর গ্রীন পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রধান উদ্যোক্তা বিশ্বজিৎ দাস বলেন, ‘জন্মদিন তো অবশ্যই, মেসির প্রত্যেকটা দিনই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জন্মদিনটা প্রতিবছরই ভালো ভাবে পালন করে থাকি। গত বছর মেসির মূর্তি সহ পুজোমণ্ডপ করা হয়েছিল। ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহো উদ্বোধন করেছিলেন। এ বার মেসিই কলকাতায় আসছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন তিনি কলকাতায় আসবেন। মেসিকে দেখার জন্য উৎসুক।’
মেসির জন্মদিনে হাজির ছিলেন প্রচুর মানুষ। প্রত্যেক বছরই ধুমধাম করে জন্মদিন পালন করা হয়। মেসিও যে প্রথম বার কলকাতায় আসছেন তা নয়। তবে সে বার এসেছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের এক তরুণ ক্রিকেটার হিসেবে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই ক্যাপ্টেন হিসেবে লিও মেসির অভিষেক হয়েছিল। ২০২২ কাতার বিশ্বকাপে সেই মেসির নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বিশ্বজয়ের পর আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজকে কলকাতায় এনেছিলেন উদ্যোগপতি শতদ্রু দত্ত। এ বার মেসির অপেক্ষা।