Asian Games 2023: এশিয়াডে ভারতের আশা বাঁচিয়ে রাখলেন সুনীল
India vs Bangladesh Match Report: গ্রুপ টেবিলের তিন নম্বরে আছেন সুনীলরা। ২ ম্যাচে ঝুলিতে ৩ পয়েন্ট। গোলপার্থক্য -৩। ছয়টা গ্রুপের সেরা দুটো দল পৌঁছে যাবে নক আউটে। এ ছাড়া তৃতীয় সেরা দল হয়ে মোট চারটে টিম কোয়ালিফাই করবে শেষ ষোলোয়। এ দিনের জয়ে নক আউটের আশা জিইয়ে রাখল ভারত। মায়ানমার-চিন ম্যাচের উপর সন্দেশদের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। চিনের কাছে হেরে যায় মায়ানমার, আর ভারত হারাতে পারে মায়ানমারকে, কোনও অঙ্কের দিকেই তাকাতে হবে না সুনীলদের।
হানঝাউ: যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ। এশিয়ান গেমসে (Asian Games 2023) টিকে রইল ভারতীয় ফুটবল দল। আর ভারতের আশা জিইয়ে রাখার কারিগর সেই ৩৮এর সুনীল ছেত্রী (Sunil Chhetri)। চিনের কাছে ১-৫ গোলে বিধ্বস্ত হওয়ার পর বৃহস্পতিবার বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে খেলতে নামে ব্লু টাইগার্স। মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে গড়া দল। সিনিয়র ফুটবলার বলতে সুনীল ছেত্রী আর সন্দেশ ঝিঙ্গান। চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুনীল, সন্দেশরা খেললেও দলের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে খেলেন চিংলেনসানা। তাঁর অন্তর্ভুক্তি কিছুটা হলেও স্বস্তি জোগালো ভারতকে। তিন কাঠির তলায় ধীরজকে খেলান কোচ ইগর স্টিমাচ। চিন ম্যাচের প্রথম একাদশ থেকে তিনটে পরিবর্তন আনেন ভারতীয় কোচ। গোলে ধীরজ, স্টপারে সুমিত রাঠির জায়গায় চিংলেনসানা আর রহিম আলির জায়গায় রোহিত দানুকে খেলান স্টিম্যাচ। ক্রমতালিকায় কয়েক যোজন পিছনে থাকা বাংলাদেশকে ১-০ গোলে হারাল ব্লু টাইগার্স। গোলের জন্য ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করে থাকতে হল স্টিম্যাচের দলকে। পেনাল্টি থেকে জয়সূচক গোল দলনায়ক সুনীল ছেত্রীর। ব্রাইস মিরান্ডাকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ভারত। আর সেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি দেশের ফুটবল আইকন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ম্যাচের ফল অবশ্য ভারতের পক্ষে আরও দর্শনীয় হতে পারত। এ ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশের গোলকিপার মিতুল। প্রথমার্ধেই নিশ্চিত তিনটে গোল বাঁচান তিনি। দলকে পতনের হাত থেকে আরও বেশ কয়েক বার রক্ষা করেন বাংলাদেশের গোলকিপার। মিতুলকে নিয়ে সেই সময় রীতিমতো উৎসব চলছিল গ্যালারিতে। ৭৭ মিনিটে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে দুরন্ত সেভ করেন ভারতের গোলকিপার ধীরজ সিং।
গেমস ভিলেজ থেকে ট্রেনিং গ্রাউন্ড অনেক দূরে হওয়ায় বাংলাদেশ ম্যাচের আগে কোনও প্রস্তুতিই নেননি সুনীলরা। হোটেলেই যা গা ঘামিয়েছিলেন ভারতীয় ফুটবলাররা। চিনের বিরুদ্ধে ম্যাচের পর বেশ ক্লান্ত ছিলেন সন্দেশরা। এ দিনও দ্বিতীয়ার্ধের পর ক্লান্তও দেখাচ্ছিল ভারতীয় ফুটবলারদের। রবিবার ভারতের প্রতিপক্ষ মায়ানমার। টিম গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় পাবেন স্টিমাচ।
গ্রুপ টেবিলের তিন নম্বরে আছেন সুনীলরা। ২ ম্যাচে ঝুলিতে ৩ পয়েন্ট। গোলপার্থক্য -৩। ছয়টা গ্রুপের সেরা দুটো দল পৌঁছে যাবে নক আউটে। এ ছাড়া তৃতীয় সেরা দল হয়ে মোট চারটে টিম কোয়ালিফাই করবে শেষ ষোলোয়। এ দিনের জয়ের সুবাদে নক আউটের আশা জিইয়ে রাখল ভারত। মায়ানমার-চিন ম্যাচের ফলাফলের উপর সন্দেশদের ভাগ্য অনেকটাই নির্ভর করে রয়েছে। যদি চিনের কাছে হেরে যায় মায়ানমার, আর ভারত হারাতে পারে মায়ানমারকে তা হলে আর কোনও অঙ্কের দিকেই তাকাতে হবে না সুনীলদের।