ISL 2021-22: পেরোসেভিচকে নিয়ে সতর্ক প্রীতম-শুভাশিসরা

এ বারের ডার্বি ঘিরে অনেকটাই সতর্ক থাকছেন প্রীতম-শুভাশিসরা। প্রথম ম্যাচে মানোলো দিয়াজের দল আটকে গেলেও ফ্রাঞ্জো পর্চে (Franjo Prce), পেরোসেভিচদের (Antonio Perosevic) হালকা ভাবে দেখছেন না বাগানের দুই অভিজ্ঞ বঙ্গতনয়।

ISL 2021-22: পেরোসেভিচকে নিয়ে সতর্ক প্রীতম-শুভাশিসরা
ISL 2021-22: পেরোসেভিচকে নিয়ে সতর্ক প্রীতম শুভাশিসরা (ছবি-এটিকে মোহনবাগান টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2021 | 6:04 PM

পানাজি: শনিবার বড় ম্যাচ। আইএসএলের (ISL) মেগা ম্যাচ ঘিরে এখন থেকেই তাতছে দুই প্রধান। আইএসএল অভিযানেই কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters) বড় ব্যবধানে হারিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাস সবুজ-মেরুন শিবিরে। চিরশত্রু লাল-হলুদকে মাপতে গতকাল টিভিতে চোখ রেখেছিলেন বাগান কোচ হাবাস ও ফুটবলাররা।

এ বারের ডার্বি ঘিরে অনেকটাই সতর্ক থাকছেন প্রীতম-শুভাশিসরা। প্রথম ম্যাচে মানোলো দিয়াজের দল আটকে গেলেও ফ্রাঞ্জো পর্চে (Franjo Prce), পেরোসেভিচদের (Antonio Perosevic) হালকা ভাবে দেখছেন না বাগানের দুই অভিজ্ঞ বঙ্গতনয়। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) অন্যতম অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal) বললেন, ‘ডার্বি খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে সম্ভার করেই শনিবার মাঠে নামব। গতকাল এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) খেলা দেখেছি। জামশেদপুরের কাছে আটকে গেলেও ওরা বেশ ভালো ফুটবল খেলেছে। আমাদের সতর্ক থাকতেই হবে। ওদের দু-তিনজন ভালো বিদেশি ফুটবলার রয়েছে। বিশেষ করে ক্রোট ফুটবলার পেরোসেভিচ বেশ ভালো। গতবছর দুটো ডার্বিই জিতেছি। এবারও আত্মবিশ্বাসের সঙ্গে প্রথম ডার্বি জিততে চাই। সেই মনোভাব নিয়েই মাঠে নামব। এবছর আমাদের খেলার ধরন অনেকটা পাল্টেছে। পিছন থেকে অনেক আক্রমণ তুলছি আমরা। আক্রমনাত্মক ফুটবলই আমাদের হাতিয়ার। এটুকু আশ্বস্ত করতে পারি রক্ষণ নিয়ে ভাবার কোনও কারণ নেই। আগের ম্যাচের ভুলগুলো ডার্বিতে করতে চাইনা।’

বাগানের অপর অধিনায়ক শুভাশিস বসু বলেন, ‘আমার মতো যে কোন বঙ্গসন্তানের কাছেই এই ডার্বি অনেক আবেগের। তবে ডার্বি হলেও এটাকে অন্য আর একটা ম্যাচের মতোই দেখছি আমি। দুটো দলই আইএসএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। আমরা জিতে মাঠ ছাড়তে চাই। গতকাল এসসি ইস্টবেঙ্গলের খেলা দেখেছি। কোথা দিয়ে ওরা আক্রমণ শানাতে পারে তা দেখে নিয়েছি। আমাদের প্রাক মরসুম প্রস্তুতিতে সবরকম অনুশীলনই করেছি। কোচ কিভাবে ডার্বিতে দলকে সাজাবেন তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন ভাবনায় শুধু বড় ম্যাচ।’

এটিকে মোহনবাগানের জার্সি গায়ে এই বারই প্রথম ডার্বি খেলতে নামবেন অমরিন্দর সিং আর লিস্টন কোলাসো। গোলকিপার অমরিন্দর বলেন, ‘সমর্থকদের কাছে এই ম্যাচের গুরুত্ব আলাদা। তাদের খুশি করাই আমাদের কাজ। ঐতিহ্যশালী সবুজ-মেরুন জার্সি গায়ে ডার্বিতে মাঠে নামব। এটা ভেবেই শিহরিত হচ্ছি। তবে এই ম্যাচে কিন্তু তীব্র লড়াই হবে। সহজে জেতা যাবে না। ওদের কোচকে দেখলাম টিমকে কয়েকদিনের মধ্যে ভালোভাবে তৈরি করে নিয়েছেন। আমাদের কাজই হল কেরল ম্যাচের জয়ের ধারাবাহিকতা বজায় রাখা।’ নতুন মরসুমে এটিকে মোহনবাগানের জার্সিতে নজর কাড়ছেন অ্যাটাকার লিস্টন কোলাসো। তিনিও মুখিয়ে রয়েছেন ডার্বি খেলতে। লিস্টন বলেন, ‘গোয়া থেকে যারা কলকাতায় খেলতে এসেছে তাদের মুখে শুনেছি এই ম্যাচের গুরুত্ব। এই ম্যাচে খেলার জন্যই তো এটিকে মোহনবাগানের জার্সি গায়ে চাপানো। এতদিন ধরে যে স্বপ্নটা পুষে রেখেছি তা বাস্তবায়িত করতে চাই। গোল করে ডার্বিতে দলকে জেতাতে চাই।’

প্রীতম, শুভাশিস, অমরিন্দর, লিস্টন- প্রত্যেকেই ডার্বি মুডে ঢুকে পড়েছেন। শনিবার সন্ধ্যায় সবুজ-মেরুন জার্সিতে নিজেদের সেরাটা তুলে ধরতে প্রস্তুত বাগান ব্রিগেড।