East Bengal: এল নতুন স্পনসর, আরও ‘পাওয়ারফুল’ হয়ে মাঠে নামবে ইস্টবেঙ্গল!
Emami East Bengal FC: আগের থেকে আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে এ বার মাঠে নামবে ইমামি ইস্টবেঙ্গল।
কলকাতা: দিন কয়েক আগে কলকাতায় এসেছেন ইস্টবেঙ্গলের (East Bengal) স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। এক এক করে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ফুটবলাররাও পৌঁছে যাচ্ছেন কলকাতাতে। ইস্টবেঙ্গল টিমে নতুন সদস্যদের স্বাগত জানিয়েছেন সমর্থকরা। এ বার লাল-হলুদ জার্সিতে জায়গা পেতে চলেছে আরও এক নতুন সদস্য। সম্প্রতি এক নতুন টেক-গেম প্ল্যাটফর্ম BATERY-র সঙ্গে চুক্তি করেছে ইমামি ইস্টবেঙ্গল। BATERY এ বার থেকে ইমামি ইস্টবেঙ্গলের প্রধান স্পনসর। তাই লাল-হলুদ জার্সির বুকে এ বার থেকে জ্বলজ্বল করবে BATERY-র লোগো। ইস্টবেঙ্গলের ম্যাচ জার্সি ও ট্রেনিং জার্সিতেও থাকবে BATERY র লোগো। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টেক-গেম প্ল্যাটফর্ম BATERY-কে নতুন স্পনসর হিসেবে পাওয়ার পর ইমামি ইস্টবেঙ্গলের সিইও নম্রতা পারেখ বলেন, ‘BATERY-কে আমাদের প্রধান স্পনসর হিসেবে পেয়ে আমরা খুশি। ২০২৩-২৪ মরসুমে BATERY আমাদের জার্সির মূল স্পনসর। ভারতের ক্রীড়াক্ষেত্রে গেম-টেক দ্রুত বিকশিত হচ্ছে। ব্যাটারি টেক-গেম প্ল্যাটফর্ম ব্যবহার করলে লাইভ গেমের একটি বিরাট প্যাকেজ পাওয়া যাবে। এবং এই ব্যাটারি গেম-টেক প্ল্যাটফর্ম ব্যবহার করলে ব্যবহারকারীরা সরাসরি খেলা দেখার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আমরা তাই এই মরসুমে সুপারচার্জের জন্য প্রস্তুত।’
হরমনজোৎ খাবরা, প্রভসুখন গিলদের জার্সির বুক এবং পিঠে এ বার দেখা যাবে BATERY লোগো। ব্যাটারি গেম-টেক প্ল্যাটফর্মের পক্ষ থেকে এক প্রতিনিধি বলেন, ‘ইন্ডিয়ান সুপার লিগের দশম মরসুমে ইমামি ইস্টবেঙ্গলের অফিসিয়াল স্পনসর হতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদের এই ব্র্যান্ড বাজারে নতুন। আমাদের পথচলা এই শুরু হলেও আমরা ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হতে পেরে উত্তেজিত। লাল-হলুদ বাহিনীর অসাধারণ পারফরম্যান্সের দিকে আমরা তাকিয়ে রয়েছি। এই ঐতিহাসিক ক্লাবের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ ও সকল সমর্থকদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি।’