Super Cup: স্টেডিয়ামে মৌমাছিদের দাদাগিরি! আক্রান্ত রেফারি, পালিয়ে বাঁচলেন সমর্থকরা…
Watch Video: সুপার কাপে মুম্বই সিটি ও ইন্টার কাশী ম্যাচের ৩৫ মিনিটের মাথায় হঠাৎ মাঠের এক প্রান্তে থাকা সহকারী রেফারি মাঠে শুয়ে পড়েন। মুখে একটি তোয়ালে ঢেকে নেন। প্রথমে তাঁকে দেখে সবাই অবাক হয়ে যায়। কী হল হঠাৎ?

কলকাতা: যত কাণ্ড কলিঙ্গতে! কলিঙ্গ স্টেডিয়ামে গত বছরের মত এ বারও বসেছে সুপার কাপের আসর। টানটান উত্তেজনার মধ্যে চলছে এই ১৫ দলীয় টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইন্টার কাশী ও মুম্বই সিটির ম্যাচে ঘটল এক অবাক কাণ্ড। ভারতীয় ফুটবলে এই ঘটনা দেখে সকলেই হতবাক। ম্যাচের মাঝে হঠাৎই আক্রান্ত রেফারি। মৌমাছির তাড়ায় বেজায় বিপাকে পড়েন রেফারি। শুধু রেফারিরাই নন, স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা সমর্থকরাও এই মৌমাছির তাড়ায় এদিক-ওদিক দৌড়াদোড়ি শুরু করেন। তারপর কী ঘটল?
ম্যাচের ৩৫ মিনিটের মাথায় হঠাৎ মাঠের এক প্রান্তে থাকা সহকারী রেফারি মাঠে শুয়ে পড়েন। মুখে একটি তোয়ালে ঢেকে নেন। প্রথমে তাঁকে দেখে সবাই অবাক হয়ে যায়। কী হল হঠাৎ? পরে বোঝা যায়, স্টেডিয়ামে থাকা এক মৌমাছির বাসা থেকে একাদিক মৌমাছি মাঠের দিকে উড়ে আসে। তাতেই বেকাবু ম্যাচের সহকারী রেফারি। পরে যদিও মাঠে উপস্থিত কর্মীদের সহায়তায় রক্ষা পান তিনি।
ভারতীয় ফুটবলে মাঝে মাঝেই রেফারিদের ভুল নিয়ে অনেক সমালোচনাই শুনতে পাওয়া যায়। একাধিক ক্লাবের প্লেয়ার থেকে শুরু করে কর্তা, কোচরা ক্ষোভ উগরে দেন এই ভুল রেফারিংয়ের জন্য। বাকি যান না সমর্থকরা। যে ম্যাচেই রেফারিং ইস্যু হয়, তাতে বেজায় চটে যান ফুটবল প্রেমীরা। নেটিজ়েনদের মতে, এই দিন মৌমাছিরাই সেই সব সমর্থকদের ক্ষোভের বদলা নিলেন রেফারির দিকে ধেঁয়ে এসে! মজা করে একাধিক ফুটবল প্রেমীদের মুখেও ঘুরছে সে কথা।
🐝 | WATCH: Honey-bee attack in today’s #KalingaSuperCup match between Inter Kashi and Mumbai City FC interrupts the game midway!
Someone in the stands struck a honeycomb nearby, which triggered the bees to sting the referee and some of the fans 🤕
Hope everyone’s alright. pic.twitter.com/g9YvSBdcNf
— The Best 🇮🇳 ⚽ Moments (@Moments_ISL) April 27, 2025
ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, মুম্বই-কাশীর প্রথমার্থ গোলশূন্য ছিল। ম্যাচের ৭১ মিনিটে জয়সূচক গোল লালরিনজুয়ালা ছাংতে। যার ফলে ১-০ ব্যবধানে জয় মুম্বই সিটির। এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে গেল মুম্বই। তবে অনেকেই বলাবলি করছেন, আজকের ম্যাচের শো স্টপার রেফারিকে আক্রমণরা মৌমাছিরাই!
