BEL vs MAR, Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচ
Belgium vs Morocco, FIFA world Cup 2022 Live Match Score: আগামীকাল গ্রুপ-এফ এর ম্যাচে মুখোমুখি বেলজিয়াম ও মরক্কো।

দোহা: শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ। ১৮ নভেম্বর অবধি গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022)। দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে। করোনার পর এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে। ধারা বদলে এ বার জুন-জুলাইয়ে নয়, বিশ্বকাপ হচ্ছে শীতকালে। মোট ৩২ টি দল অংশ নিয়েছে এ বারের বিশ্বকাপে। আগামীকাল গ্রুপ-এফ এর ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম (Belgium) ও মরক্কো (Morocco)। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন ও কীভাবে দেখবেন বিশ্বকাপে বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচ। উল্লেখ্য, গ্রুপ-এফ-এ চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে ১-০ ব্যবধানে হারিয়েছিল বেলজিয়াম। অন্যদিকে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে মরক্কো। এ বার দেখার আগামীকালের ম্যাচে রেড ডেভিলসদের হারিয়ে মরক্কো খাতায় ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে কিনা। এই নিয়ে মোট ১৪ বার বিশ্বকাপে অংশ নিচ্ছে বেলজিয়াম। অন্যদিকে মরক্কো এ বার ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছে।
এ বারের ফুটবল বিশ্বকাপে বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচটি কবে হবে?
এ বারের ফুটবল বিশ্বকাপে বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচটি আগামীকাল রবিবার (২৭ নভেম্বর) হবে।
কাতার বিশ্বকাপে বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচটি কোথায় হবে?
কাতার বিশ্বকাপে বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচটি আল থুমামা স্টেডিয়ামে হবে।
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
কাতার বিশ্বকাপে বেলজিয়ামের স্কোয়াড –
গোলকিপার: থিবো কুর্তোয়া, সিমন মিগনোলেট, কোয়েন কাস্টিলস
ডিফেন্ডার: টবি অ্যাল্ডারওয়ির্ল্ড, জান ভার্টনঘেন, জেনো দেবাস্ত, লিয়েন্ডার ডেনডনকার, য়ুট ফায়েস, আর্থার থিয়াটে
মিডফিল্ডার: থমাস মিউনিয়ের, টিমোথি কাস্টজেন, থর্গ্যান হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন, অ্যালেক্স উইটসেল, ইওরি তিয়েলমান্স, আমাদো ওনানা, হান্স ভানাকেন, ইয়ানিক কারাস্কো।
ফরোয়ার্ড: ইডেন হ্যাজার্ড, লিয়ান্দ্রো ত্রোসার্ড, রোমেলু লুকাকু, মিচি বাতশুয়াই, চার্লস ডি কেটেলারি, লোইস ওপেন্ডা, জেরেমি ডকু, ড্রাইস মার্টিনেস।
