AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: হুমকি দেওয়া বক্সারের ডিগবাজি, কী বললেন মেসিকে?

ম্যাচের পর ড্রেসিংরুমে ফিরে মেসিদের একটি সেলিব্রেশনের ভিডিয়ো ভাইরাল হয়। তাতে মেক্সিকোর জার্সি অবমাননা করার অভিযোগ উঠেছিল মেসির বিরুদ্ধে।

Lionel Messi: হুমকি দেওয়া বক্সারের ডিগবাজি, কী বললেন মেসিকে?
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 01, 2022 | 4:28 PM
Share

মেক্সিকো সিটি: বল যত গড়াচ্ছে, ততই যেন ঝকঝকে হয়ে উঠছেন লিওনেল মেসি (Lionel Messi)। কেরিয়ারে বিশ্বকাপ না জিততে পারার আক্ষেপ এখনও মেটেনি। কাতারে সেই স্বপ্ন ছুঁয়ে দেখতে চান এলএম টেন। এক ম্যাচ আগেই এই মেসিকে নিয়েই হয়েছে বিতর্ক। মেক্সিকোকে ডু-অর-ডাই ম্যাচে হারিয়ে বিশ্বকাপে (Qatar World Cup 2022) টিকে থাকার কাজটা সহজেই করে ফেলেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচের পর ড্রেসিংরুমে ফিরে মেসিদের একটি সেলিব্রেশনের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তাতে মেক্সিকোর জার্সি অবমাননা করার অভিযোগ উঠেছিল মেসির বিরুদ্ধে। যা দেখে মেক্সিকোর বক্সার কানেলো আলভারেজ (Canelo Álvarez) ক্ষোভ প্রকাশ করেছিলেন টুইটারে। হুমকি দিয়েছিলেন এলএম টেনকে। সেই কানেলোই এ বার চাইলেন ক্ষমা। কী বললেন তিনি, তুলে ধরল TV9 Bangla

কানেলো বলেছিলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন মেসি, তাঁর সঙ্গে যেন কখনও দেখা না হয়। মেক্সিকান বক্সারের এই হুমকিতে সাড়া পড়ে গিয়েছিল ফুটবল বিশ্বে। মেসির পাশে দাঁড়িয়ে অনেকেই কানেলোকে পাল্টা দিয়েছিলেন। সেই কানেলো এ বার ক্ষমা চাইলেন মেসির কাছে। টুইটারেই তিনি লিখেছেন, ‘গত কয়েকটা দিন আমি বড় বেশি আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। দেশের প্রতি তীব্র ভালোবাসার কারণেই আমি ওই রকম একটা মন্তব্য করে বসেছিলাম। কিন্তু সেটা করার দরকার ছিল না। আর সেই কারণেই আমি মেসির কাছে ক্ষমা চাইছি। পুরো আর্জেন্টিনার কাছে ক্ষমা চাইছি।’

মেসি সাধারণত এই রকম বিতর্ক নিয়ে কখনওই মন্তব্য করেন না। কিন্তু পোল্যান্ড ম্যাচের পর মেসিকেও এ নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। তখনও অবশ্য কানেলো ক্ষমা চাননি। দেশের সাংবাদিকদের বলেছেন, ‘ওর মন্তব্য আমি দেখেছি। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। যাঁরা আমাকে চেনেন, তাঁরা খুব ভালো করে জানেন, আমি কখনও কাউকে অসম্মান করি না। আর সেই কারণেই আমার ক্ষমা চাওয়ার কোনও জায়গাই নেই। কারণ, আমি মেক্সিকোর মানুষজন কিংবা তাঁদের জার্সির অবমাননা করিনি।’

কানেলো শুরুতে যাই বলুন না কেন, মেক্সিকোর মানুষজন কিন্তু মেসিকে কাঠগড়ায় দাঁড় করাননি। তাঁরাও ভিডিও দেখেছিলেন। মেক্সিকোর ফুটবলাররা বরং পাশেই দাঁড়িয়েছিলেন মেসির।