AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Brazil Football: জন্মদিনে অভিষেক, আন্সেলোত্তির প্রথম ছোঁয়াতেই বিশ্বকাপে ব্রাজিল!

বহু অনুষঙ্গ মিলেমিশে একাকার। ৬৬ বছরে পা দিলেন তিনি। জন্মদিনেই আবার অভিষেক হল তাঁর। আর সেই প্রথম ম্যাচই কিনা বেশ কঠিন। প্রতিপক্ষ দল তার আগে টানা ন'টা ম্যাচ জিতেছে। সব জটিল অঙ্ক মিলিয়ে দিলেন কার্লো আন্সেলোত্তি

Brazil Football: জন্মদিনে অভিষেক, আন্সেলোত্তির প্রথম ছোঁয়াতেই বিশ্বকাপে ব্রাজিল!
Brazil Football: জন্মদিনে অভিষেক, আন্সেলোত্তির প্রথম ছোঁয়াতেই বিশ্বকাপে ব্রাজিল!Image Credit: X
| Edited By: | Updated on: Jun 11, 2025 | 2:06 PM
Share

কলকাতা: বহু অনুষঙ্গ মিলেমিশে একাকার। ৬৬ বছরে পা দিলেন তিনি। জন্মদিনেই আবার অভিষেক হল তাঁর। আর সেই প্রথম ম্যাচই কিনা বেশ কঠিন। প্রতিপক্ষ দল তার আগে টানা ন’টা ম্যাচ জিতেছে। সব জটিল অঙ্ক মিলিয়ে দিলেন কার্লো আন্সেলোত্তি। সময়টা বেশ খারাপই যাচ্ছে ব্রাজিলের। কিন্তু আন্সেলোত্তি ব্রাজিলের কোচ হিসেবে প্রথম ম্যাচেই প্যারাগুয়েকে ১-০ হারাল ব্রাজিল। গোল করে নতুন কোচকে জয় উপহার দিলেন ভিনিসিয়াস জুনিয়র। এতেই শেষ নয়, বিশ্বকাপের টিকিটও কনফার্ম করে ফেলল ব্রাজিল।

ব্রাজিলের জয়ের পর আন্সেলোত্তিকে সন্তুষ্ট দেখিয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘ফুটবলে সব কিছু ঠিকঠাক ভাবে তুলে ধরা খুব কঠিন। গত ১৫ দিন কিন্তু ব্রাজিলের সব কিছু ঠিকঠাক হয়েছে। আধুনিক ফুটবলে বল ধরা-ছাড়াটা খুব গুরুত্বপূর্ণ। এটা যে টিম করতে পারে, প্রতিপক্ষ তাদের ইচ্ছা মতো খেলতে পারে না। চাপ সামলানোর মনোভাব থাকতে হবে। ব্রাজিল কিন্তু প্যারাগুয়ের বিরুদ্ধে সেটা দেখিয়েছে।’ রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ মন্তব্য, প্যারাগুয়ের বিরুদ্ধে ব্রাজিল ভালো খেলেছে। যদিও দ্বিতীয়ার্ধে তাদের গতি কমে এসেছিল। তাঁর কথায়, ‘পুরো দল খুব ভালো খেলেছে। এখান থেকে আমরা সামনে তাকাচ্ছি।

ঘরের মাঠে সমর্থকদের সামনে ব্রাজিল কোচ হিসেবে অভিষেক হল। আন্সেলোত্তি ৬৬ বছরে পা দিয়েছেন। ব্রাজিলের সমর্থকরা তাঁকে জয় ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আন্সেলোত্তি চার ফরোয়ার্ডের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন। ভিনিসিয়াস, গোল করে জিতিয়েছেন দলকে। ম্যাথিউস কুনহা, রিয়াল মাদ্রিদের উইঙ্গারকে গোলের বল বাড়িয়েছিলেন। সেই সঙ্গে গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং রাফিনহাও সেরাটা দিয়েছেন। তিনি ক্যাসেমিরোর রক্ষণাত্মক ফুটবলের প্রশংসাও করেছেন। রদ্রিগো এবং নেইমার চোটের জন্য খেলতে পারেননি। তিনি অবশ্য ম্যাচের আগেই দলের টিম হোটেলে এসে আন্সেলোত্তির সঙ্গে দেখা করে গিয়েছেন।

আপাতত ছুটি ব্রাজিল ও আন্সেলোত্তির। সেপ্টেম্বরে ফিরবেন। তিন মাস তিনি কী করবেন, জানতে চাইলে আনচেলত্তি বলেন, কয়েকদিনের ছুটি নেবেন। তাঁর কথায়, ‘শেষ কবে ছুটি নিয়েছি, আমি মনে করতে পারছি না। এর মধ্যে ক্লাব বিশ্বকাপ দেখব। আমার কাছে ইউরোপ এবং আরবের লিগে খেলা ৭০ জন ব্রাজিলিয়ান খেলোয়াড়দের একটি দীর্ঘ তালিকা আছে। তাদের মূল্যায়ন করব। এই ৭০ জন খেলোয়াড়ই বিশ্বকাপে জায়গা করে নিতে পারে।’