FIFA world Cup 2022: কেন বিতর্কের কাতারকে নিতে হচ্ছে বিবাহবিচ্ছেদের দায়? জানলে চমকে যাবেন!
Brazil Former Footballer: বিশ্বকাপের ঝড়ে মেতে রয়েছেন আমজনতা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকারাও। আর সেখানে প্রাক্তন ফুটবলার হয়ে বিশ্বকাপের মৌতাত নেবেন না, হয় নাকি!

রিও দে জেনেইরো: রাত জেগে রোজ বিশ্বকাপ দেখছেন? এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই রয়েছে? দাঁড়ান। এই সমস্যা শুধু আপনার একার নয়। এই একই সমস্যা ভুগছেন স্বয়ং ব্রাজিলের প্রাক্তন ফুটবলার আদ্রিয়ানো। কলসি থেকে জল এতটাই গড়িয়ে গিয়েছে যে, বিয়ের মাত্র ২৪ দিনের মধ্যে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গেল। চলুন একটু খোলসা করে বলা যাক।
বিশ্বজুড়ে এখন একটাই ঝড়—কাতার বিশ্বকাপ। এই ঝড়ে মেতে রয়েছেন আমজনতা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকারাও। আর সেখানে প্রাক্তন ফুটবলার হয়ে বিশ্বকাপের মৌতাত নেবেন না, হয় নাকি! তাই করতে গিয়ে ব্রাজিলের প্রাক্তন স্টাইকার আদ্রিয়ানোর যে এই হাল হবে, কে জানত! বিয়ে হয়েছে তাঁর মাত্র ২৪ দিন আগে। বউ যতই নতুন হোক না কেন, তাঁর জন্য তো আর বিশ্বকাপ মিস করা যায় না। তাই খেলা দেখতে গিয়ে দু’দিনের জন্য নিখোঁজ হয়ে যান আদ্রিয়ানো। আর তাতেই স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি আদ্রিয়ানোর। সেই ঝগড়ার জেরেই শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদ।
গত মাসে, বিশ্বকাপ শুরুর আগেই মাইকেলা মেসকুইতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন আদ্রিয়ানো। যদিও তাঁদের পরিকল্পনা ছিল ৩০ নভেম্বর বিয়ে করার। সেই তারিখ এগিয়ে দেওয়া হয়। অন্তত সেটাই ইঙ্গিত দিচ্ছে আদ্রিয়ানো ও মাইকেলার স্বাক্ষর করা অফিসিয়াল ছবি। সেই বিয়ে এক মাসও গড়াল না। বিশ্বকাপ শুরু হল আর তার মধ্যেই ডিভোর্স চেয়ে বসলেন মাইকেলা। এর জন্য নাকি দায়ী কাতার বিশ্বকাপই! কাতারকে নিয়ে অভিযোগের শেষ নেই। বিবাহবিচ্ছেদের দায়ও নিতে হবে আয়োজক দেশকে, কেউই জানতেন না!
আদ্রিয়ানো ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের খেলা দেখতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। না, কাতার যাননি তিনি। ব্রাজিলের রিও দে জেনেইরোওর জেলার ভিলা ক্রুজেইরোতে গিয়েছিলেন আদ্রিয়ানো। ক্রুজেইরোতেই বড় হয়ে ওঠার আদ্রিয়ানোর। শৈশবের অনেকটা সময় তিনি এখানেই কাটিয়ে ছিলেন। তাই ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য তিনি এখানেই গিয়েছিলেন। কিন্তু বন্ধুদের সঙ্গে খেলা দেখতে গিয়ে সেখানেই দুটো গোটা দিন কাটিয়ে দেন আদ্রিয়ানো। আর এখানেই অর্ধঙ্গিনী রেগে যান। তর্ক এমন জায়গায় পৌঁছায় যে শেষ অবধি ডিভোর্স চেয়ে বসেন মাইকেলা।
মাইকেলা শুধু যে রাগের বশে বিবাহবিচ্ছেদ চান তা নয়। আদ্রিয়ানোর সঙ্গে সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেন মাইকেলা। তবে আদ্রিয়ানো ও মাইকেলার প্রেমে এই বিচ্ছেদ বিষয়টা নতুন নয়। এর আগেও তাঁদের পাঁচবার সম্পর্ক ভেঙেছে। সুতরাং আশা করা হচ্ছে, আবার জোড়া লাগতে পারে আদ্রিয়ানো ও মাইকেলার সম্পর্ক। তবে সেটা বিশ্বকাপ চলাকালীন হবে নাকি বিশ্বকাপের ফাইনালের পর, সেটাই দেখার।
২০১৬ সালে আদ্রিয়ানো ফুটবল থেকে অবসর নেন। ইন্টার মিলানের হয়ে চার বার সিরিয়া জিতেছেন আদ্রিয়ানো। ব্রাজিলের হয়ে ৪৮ ম্যাচে ২৭ গোলও করেছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে ২০০৪ সালের কোপা আমেরিকার ফাইনালে তাঁর দেওয়া গোল আজও মনে রয়েছে ফ্যানদের। সেই ম্যাচে ব্রাজিল পেনাল্টিতে ৪-২ গোলে জিতেছিল। অবসরের পরও হঠাৎই খবরের শিরোনামে আদ্রিয়ানো। হবে না কেন, ফুটবলের জন্য যদি ডিভোর্স হয়ে যায়!





