AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: মনোনয়ন জমার শেষ দিনে রণক্ষেত্র মোহনবাগান

মোহনবাগান ক্লাবের সচিব পদপ্রার্থী দেবাশিস দত্ত বলেন, 'যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকে আমরা চিনি না। তারা কেউই মোহনবাগান ক্লাবের সদস্য নয়।' বাগান কর্তারা দায় এড়াচ্ছেন। কিন্তু সাম্প্রতিক অতীতে ক্লাবের বাইরে 'বহিরাগত'দের এ হেন ঝামেলার ছবি একেবারেই অচেনা।

Mohun Bagan: মনোনয়ন জমার শেষ দিনে রণক্ষেত্র মোহনবাগান
মোহনবাগানে ঝামেলা। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Mar 12, 2022 | 9:47 PM
Share

কলকাতা: মোহনবাগান (Mohun Bagan) ক্লাবে ধুন্ধুমার। শনিবারের বিকেলে আচমকাই রণক্ষেত্র গঙ্গাপারের ক্লাব। মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে মোহনবাগান ক্লাবের সামনে ব্যাপক হাতাহাতিতে জড়াল দুই গোষ্ঠী। ব্যাট, উইকেট লাঠি নিয়ে একে অপরকে মারধর। রক্তারক্তি কাণ্ড। মোহনবাগানের নির্বাচন কমিটির বোর্ডের বৈঠক চলাকালীনই উত্তপ্ত হয়ে ওঠে ক্লাব তাঁবু। ক্লাবের বেশ কয়েকজন শীর্ষ কর্তাও ছিলেন সেই বৈঠকে। শান্তিপূর্ণ ভাবেই শুরু হয় বৈঠক। কিন্তু হঠাৎই বাইরে তুমুল হই হট্টোগল। ক্লাবের প্রধান গেটের বাইরে জমায়েত হওয়া কয়েকজন নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ালেন। গুরুতর আহত হন ৩ জন। ভাঙল সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়ি। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী।

মোহনবাগান ক্লাবের সচিব পদপ্রার্থী দেবাশিস দত্ত বলেন, ‘যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকে আমরা চিনি না। তারা কেউই মোহনবাগান ক্লাবের সদস্য নয়।’ বাগান কর্তারা দায় এড়াচ্ছেন। কিন্তু সাম্প্রতিক অতীতে ক্লাবের বাইরে ‘বহিরাগত’দের এ হেন ঝামেলার ছবি একেবারেই অচেনা। ক্লাবের নির্বাচনী বৈঠক চলাকালীন আচমকা কেনই বা জনা ৫০০ লোক ক্লাবের প্রধান গেটের সামনে ভিড় জমান তার উত্তর নেই কারও কাছে। আগে থেকে পুলিশের ব্যবস্থাও করা হয়নি। পরিস্থিতি উত্তপ্ত দেখে ময়দান থানাকে খবর দেওয়া হয়।

অতীতে বার্ষিক সাধারণ সভা চলাকালীন ক্লাবের ভিতরেই ধাক্কাধাক্কিতে জড়াতে দেখা গিয়েছিল ক্লাব কর্তাদের। কিন্তু ক্লাবের সামনে ‘বহিরাগত’দের হাতাহাতির দৃশ্য একেবারেই বেনজির ঘটনা। শনিবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। এগারোটা মুখবন্ধ খামে মনোনয়ন জমা পড়ে। সোমবার ফের বৈঠকে বসবে নির্বাচন কমিটির বোর্ড। ইলেকশন নয়, সিলেকশন হওয়ার সম্ভাবনাই বেশি। বিরোধী গোষ্ঠী সে ভাবে তৈরি না হওয়া সত্ত্বেও কি ভাবে ক্লাবের গেটের সামনে রণক্ষেত্র তৈরি হল, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

আরও পড়ুন: IPL 2022: বিরাটদের নেতা ডুপ্লেসি