IPL 2022: বিরাটদের নেতা ডুপ্লেসি

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব ছেড়েছিলেন ডুপ্লেসি। আরসিবির ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে তিনি বলেন, 'এই সুযোগ পাওয়ায় আমি আরসিবির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আইপিএলে প্রচুর ম্যাচ খেলেছি। ফলে এর গুরুত্ব জানি ও বুঝি। বিদেশি ক্রিকেটারের কাছে এই সম্মান অনেক মহানের।'

IPL 2022: বিরাটদের নেতা ডুপ্লেসি
ফাফ ডুপ্লেসি। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2022 | 6:47 PM

বেঙ্গালুরু: বিরাট জামানা শেষ হয়ে গিয়েছে গত মরসুমেই। আগের আইপিএলেই (IPL) কোহলি জানিয়ে দিয়েছিলেন, ক্যাপ্টেন হিসেবে সেটাই তাঁর শেষ আইপিএল। নেতৃত্ব ছাড়ার পরই নতুন নেতার খোঁজে নেমে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ক্যাপ্টেন কোহলির বিকল্প কে? ফাফ ডুপ্লেসিকে (Faf Du Plessis) ক্যাপ্টেন্সির দায়িত্ব দিল আরসিবি (RCB)। শনিবারই আনুষ্ঠানিক ঘোষণা করে ডুপ্লেসির নাম জানাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। চেন্নাই সুপার কিংসে খেলার পর এ বছরই ডুপ্লেসিকে দলে নেয় আরসিবি। বিরাট ছাড়া ডুপ্লেসিই ছিলেন অটোমেটিক চয়েস। অবশেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকেই নেতৃত্বের দায়িত্ব দিল। ৭ কোটি টাকায় ডুপ্লেসিকে এ বারের আইপিএল নিলাম থেকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। চেয়ারম্যান প্রথমেশ মিশ্র এবং ক্রিকেট অপারেশন ডিরেক্টর মাইক হেসন নেতৃত্বের ভার তুলে দেন ডুপ্লেসির কাঁধে।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব ছেড়েছিলেন ডুপ্লেসি। আরসিবির ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘এই সুযোগ পাওয়ায় আমি আরসিবির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আইপিএলে প্রচুর ম্যাচ খেলেছি। ফলে এর গুরুত্ব জানি ও বুঝি। বিদেশি ক্রিকেটারের কাছে এই সম্মান অনেক মহানের।’

একই সঙ্গে ডুপ্লেসি বলেন, ‘বিরাট কোহলির মতো ক্রিকেটার আমাদের দলে রয়েছে। বিরাটের নেতৃত্বে আরসিবি যে রকম খেলত, সেই এনার্জিকেই বয়ে নিয়ে যেতে চাই।’ আইপিএলে ১ হাজারের বেশি ম্যাচ খেলেছি। ২,৯৩৫ রান করেছেন ডুপ্লেসি। স্ট্রাইক রেট ১৩১-র উপর। চেন্নাই সুপার কিংসের হয়ে গত আইপিএলে ৬৩৩ রান করেন ডুপ্লেসি।

আরও পড়ুন: India vs Sri Lanka: গোলাপি বল টেস্টে কোন রেকর্ড গড়লেন রোহিত?

আরও পড়ুন: IPL 2022: নয়া জার্সিতে আইপিএলে পন্থ-ওয়ার্নারের দিল্লি

আরও পড়ুন: Andy Murray: কেরিয়ারের ৭০০ জয় মারের