Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Christian Eriksen: ব্রেন্টফোর্ডের প্রস্তাব, আবার ফুটবলে ফিরছেন এরিকসেন

এরিকসেন অবশ্য নতুন করে ফুটবলে ফিরতে মরিয়া। ইন্টার তাঁকে ছেড়ে দেওয়া এখন তিনি ফ্রি প্লেয়ার। সেই সুযোগটাই নিতে চাইছেন তিনি। পেশাদার ফুটবলে ফেরার জন্য ব্রেন্টফোর্ডকে বেছে নিতে চলেছেন তিনি। এরিকসনের লক্ষ্য এখন ডেনমার্কের হয়ে বিশ্বকাপ খেলা। আর তাই তিনি যে ফিট, ইপিএলের ম্যাচেই প্রমাণ করতে চান। এরিকসনের এজেন্ট মার্টিন স্কটসও বলেছেন, 'ব্রেন্টফোর্ডে ওর সই করা অনেকটা ঘরে ফেরার মতো গল্প।

Christian Eriksen: ব্রেন্টফোর্ডের প্রস্তাব, আবার ফুটবলে ফিরছেন এরিকসেন
ক্রিশ্চিয়ান এরিকসেন। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2022 | 10:00 AM

লন্ডন: আবার ফুটবল মাঠে ফিরতে চলেছেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)? সেই দিকেই গড়াতে চলেছে পরিস্থিতি। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের (EPL) ক্লাব ব্রেন্টফোর্ড (Brentford FC) ছ’মাসের চুক্তিতে সই করাতে চলেছে তাঁকে। এরিকসেনও নতুন করে ফুটবল মাঠে ফিরতে মরিয়া। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরও তাঁর সঙ্গে চুক্তি বাড়াতে পারে ইপিএলের ক্লাব। ইউরো কাপের (Euro Cup) সময় এরিকসেন ছিলেন খবরের শিরোনামে। ফিনল্যান্ড ম্যাচের সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। মাঠ থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ডাক্তারি পর্যবেক্ষণে থাকায় আর জাতীয় টিমের হয়ে ইউরো কাপে নামা হয়নি। তখনই দেখা দিয়েছিল আশঙ্কা, ফুটবল আর খেলতে পারবেন কি এরিকসেন? এই প্রশ্নকে আরও অনিশ্চয়তায় ভরিয়ে দিয়েছিল ইতালির ক্লাব ইন্টার মিলান, এরিকসনকে রিলিজ করে দিয়ে। অনেকেই বলতে শুরু করেছিলেন, তাঁর হার্টের কন্ডিশন ভালো নয় বলেই আর কোনও টিম এরিকসেনকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না।

এরিকসেন অবশ্য নতুন করে ফুটবলে ফিরতে মরিয়া। ইন্টার তাঁকে ছেড়ে দেওয়া এখন তিনি ফ্রি প্লেয়ার। সেই সুযোগটাই নিতে চাইছেন তিনি। পেশাদার ফুটবলে ফেরার জন্য ব্রেন্টফোর্ডকে বেছে নিতে চলেছেন তিনি। এরিকসনের লক্ষ্য এখন ডেনমার্কের হয়ে বিশ্বকাপ খেলা। আর তাই তিনি যে ফিট, ইপিএলের ম্যাচেই প্রমাণ করতে চান। এরিকসনের এজেন্ট মার্টিন স্কটসও বলেছেন, ‘ব্রেন্টফোর্ডে ওর সই করা অনেকটা ঘরে ফেরার মতো গল্প।

এর আগে টটেনহ্যামের হয়ে ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত খেলেছেন এরিকসেন। ৩০০রও বেশি ম্যাচ খেলেছেন ওই ক্লাবের হয়ে। ইপিএল তাঁর কাছে নতুন নয়। তাই ওখানেই ফিরছেন এরিকসেন। ইন্টার তাঁকে মেডিক্যাল কারণে ছেড়ে দেওয়ার পর ড্যানিশ ক্লাব ওডেন্স বোল্ডক্লুবের সঙ্গে প্র্যাক্টিস করছিলেন।

আরও পড়ুন: ISL 2021-22: এসসি ইস্টবেঙ্গলের আরও ১ ফুটবলার কোভিড পজিটিভ