Brazil vs Costa Rica: প্রায় ৭০০ পাস খেলেও কোস্টারিকার কাছে আটকে গেল ব্রাজিল
Copa America 2024: গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ব্রাজিলের নতুন সেনশেসন এনড্রিক। ১৭ বছরের এই তরুণকে অবশ্য শুরু থেকে খেলায়নি ব্রাজিল। আক্রমণ ভাগে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, লুকাস পাকেতা ও রাফিনহা। ম্যাচের ৭১ মিনিটে ভিনিসিয়াসের পরিবর্তে এনড্রিককে নামানো হয়।

কোপা আমেরিকায় অভিযান শুরু করল ব্রাজিল। নেইমারহীন ব্রাজিল প্রথম ম্যাচেই আটকে গেল। গ্রুপ ডি-তে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ ছিল কোস্টারিকা। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ব্রাজিলের নতুন সেনশেসন এনড্রিক। ১৭ বছরের এই তরুণকে অবশ্য শুরু থেকে খেলায়নি ব্রাজিল। আক্রমণ ভাগে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, লুকাস পাকেতা ও রাফিনহা। ম্যাচের ৭১ মিনিটে ভিনিসিয়াসের পরিবর্তে এনড্রিককে নামানো হয়। যদিও গোলের দেখা মিলল না ব্রাজিল শিবিরে। কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ে কোপা অভিযান শুরু ব্রাজিলের।
পাস, শিল্প, সুযোগ কোনওটাই কাজে এল না। গ্রুপ ডি-তে শীর্ষে রয়েছে কলম্বিয়া। যে কোনও প্রতিযোগিতারই প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হলে প্রতিযোগিতার পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাস পাওয়া যায়। ব্রাজিলের লক্ষ্যও ছিল তাই। কিন্তু চোটের জন্য নেইমারকে না পাওয়ায় কার্যত শক্তি হারিয়েছিল ব্রাজিল। টিমকে তাতাতে উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবলের অন্যতম কিংবদন্তি।
কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচে সব মিলিয়ে ৬৯২ পাস খেলল ব্রাজিল। এর মধ্যে ৯০ শতাংস নিখুঁত পাস। বল পজেশন ৭৪ শতাংস। ১৯টি শটও নিল ব্রাজিল। এর মধ্যে তিনটি শট লক্ষ্যে। কিন্তু গোলের মুখ খুলল না কিছুতেই। ব্রাজিল একটি মাত্রই গোল করেছিল। যদিও ভিএআরে তা বাতিল হয়ে যায়। এরপর থেকে হতাশা ছাড়া কিছুই জোটেনি। কোস্টারিকার কাছে এই ম্যাচ যেন ছিল না হারার। ব্রাজিল ডিফেন্সে বারবার আটকে গিয়েছে। মাত্র ২টি শট নিতে পেরেছে তারা। কোনও শটই টার্গেটে ছিল না। ব্রাজিলের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিরুদ্ধে।
