Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo: ‘এই জয়ের স্বাদ আলাদাই’, পর্তুগালের জার্সিতে ডাবল সেঞ্চুরি করে আল্পুত রোনাল্ডো

Cristiano Ronaldo 200 Match for Portugal: ফুটবল মহলে সিআর সেভেনের আরও এক রেকর্ড নিয়ে আলোচনা চলছে। রেকর্ড আর রোনাল্ডো যেন একে অপরকে জাপ্টে ধরে রেখেছে। দেশের হয়ে ২০০তম ম্যাচ খেললেন রোনাল্ডো। তাতে জয়সূচক গোলও করেছেন সিআর সেভেন।

Cristiano Ronaldo: 'এই জয়ের স্বাদ আলাদাই', পর্তুগালের জার্সিতে ডাবল সেঞ্চুরি করে আল্পুত রোনাল্ডো
Cristiano Ronaldo: 'এই জয়ের স্বাদ আলাদাই', পর্তুগালের জার্সিতে ডাবল সেঞ্চুরি করে আল্পুত রোনাল্ডো
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2023 | 12:08 PM

রিকজাভিক : ‘এই জয়ের স্বাদটা একেবারে আলাদা। জয়সূচক গোল করেছি বলে নয়। কারণটা পর্তুগালের জাতীয় দলের হয়ে এটা আমার ২০০তম ম্যাচ।’ বক্তা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফুটবল মহলে সিআর সেভেনের আরও এক রেকর্ড নিয়ে আলোচনা চলছে। রেকর্ড আর রোনাল্ডো যেন একে অপরকে জাপ্টে ধরে রেখেছে। দেশের হয়ে ২০০তম ম্যাচ খেললেন রোনাল্ডো। ২০২৪ সালের ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল পর্তুগাল। সেই ম্যাচে পর্তুগালের (Portugal) হয়ে একমাত্র গোল করে দলকে জিতিয়েছেন রোনাল্ডো। কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে জয়ের পর কী বললেন রোনাল্ডো? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

পর্তুগালের জার্সিতে ২০০ তম ম্যাচে গোল করে দলকে জেতানোর পর রোনাল্ডো জানান, এই জয়ে তিনি ভীষণ খুশি। একইসঙ্গে সিআর সেভেন বলেন, ‘এটা এমন একটা মুহূর্ত যেটা আমি আগে কল্পনাও করিনি। দেশের হয়ে ২০০টা ম্যাচে প্রতিনিধিত্ব করা দারুণ ব্যাপার। আমার জন্য এটা একটা অবিশ্বাস্য প্রাপ্তি। গিনেস বিশ্ব রেকর্ডে জায়গা পাওয়াটাও অসাধারণ। এবং জয়সূচক গোল করতে পারায় এই ম্যাচটা আরও বিশেষ হয়েছে। তাই আমি স্টেডিয়ামে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকে যেভাবে আমাকে ও পর্তুগাল জাতীয় দলকে সমর্থন করেছে তাতে আমরা ভীষণ আপ্লুত। এমন একটা বিশেষ দিন স্মরণীয় করে রাখায় আইসল্যান্ডের সকলকে জানাই ধন্যবাদ।’

দেশের হয়ে ২০০তম ম্যাচে খেলার নজির গড়ার পর রোনাল্ডোর কাছে জানতে চাওয়া হয় আগের ১৯৯টি ম্যাচের মধ্যে সেরা কোনটি? সহজে একটি ম্যাচকে বেছে নিতে পারেননি রোনাল্ডো। তিনি জানান, এতগুলো ম্যাচের মধ্যে থেকে ১টা বেছে নেওয়া খুব কঠিন। দেশের জার্সিতে এতগুলো ম্যাচে তাঁর বিভিন্ন সুন্দর মুহূর্ত রয়েছে। ২০১৬ সালের ইউরো, নেশনস লিগের কথা উল্লেখ করেন রোনাল্ডো। কিন্তু একইসঙ্গে তিনি জানান, তাঁর কাছে দেশের জার্সিতে খেলা একাধিক ম্যাচ বিশেষের তালিকায় রয়েছে।