Cristiano Ronaldo: পর্তুগালে ব্যয়বহুল বাড়ি ক্রয় রোনাল্ডোর, দেশেই কেরিয়ারের ইতি টানবেন?
পর্তুগালে সবচেয়ে দামি বাড়িটি কিনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিপুল অর্থ খরচ করে তাঁর এই বাড়ি কেনা অনেক জল্পনার ইঙ্গিত দিচ্ছে।
লিসবন: তাহলে কি জন্মস্থান পর্তুগালেই (Portugal) কেরিয়ারের ইতি টানছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? বর্ণময় ফুটবল জীবনের শুরুটা হয়েছিল স্পোর্টিং লিসবন থেকে। তারপর লন্ডন, স্পেন, ইতালি হয়ে ফের লন্ডন। পর্তুগালের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। ৩৭ বছর বয়সী ফুটবল তারকা এবার পাকাপাকিভাবে জন্মভূমিতে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, পর্তুগালে সবচেয়ে দামি বাড়িটি কিনে নিয়েছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। পার্টনার জিওর্জিনা রড্রিগেজ এবং পাঁচ সন্তানের সঙ্গে এই বাড়িটিতেই আগামী বছর থেকে থাকতে শুরু করবেন পর্তুগিজ মহাতারকা। তাঁর এই পদক্ষেপে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন অনুরাগীরা। সেগুলি কী কী? জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনের পর থেকে এখনও পর্যন্ত খুব একটা স্বস্তিতে নেই রোনাল্ডো। কখনও সখনও অস্বস্তি বেড়ে দ্বিগুণ হয়ে যায়। নয়া কোচ এরিক টেন হাগের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে বহু আগেই। রোনাল্ডোর তারকাসুলভ হাবভাব মোটেও পছন্দ নয় হাগের। কাউকে আলাদাভাবে গুরুত্ব দিতে চান না। তার উপর রোনাল্ডোর ম্যান ইউ ছাড়ার জন্য মরিয়াভাব কোচ ভালো চোখে দেখেননি। সম্প্রতি টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে রাখেননি ম্যান ইউ কোচ। যে কারণে বদলি হিসেবে নামতে চাননি এবং ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান। রোনাল্ডোর এই আচরণ নিয়ে বিতর্ক হয়েছে। আবার বিতর্ক শেষে রেড ডেভিলসদের অনুশীলনেও ফিরেছেন তিনি। শোনা যাচ্ছে, আগামী বছরের জানুয়ারি মাসে রোনাল্ডোকে ছেড়ে দিতে পারে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। সেই খবর সত্যি হলে, কাতার বিশ্বকাপের পর ম্যান ইউ ছেড়ে পর্তুগালে পাকাপাকিভাবে ফিরবেন সিআর সেভেন। যে কারণে ওই বিলাসবহুল বাড়িটি কেনা।
যদিও জন্মস্থান মাদেইরায় বাড়ি কেননি রোনাল্ডো। কুইন্টা ডি মারিনহা অঞ্চলে এই বাড়িটি রয়েছে। বাড়িটির আপাতত সংস্কার চলছে। কাজ শেষ হবে আগামী বছরের জানুয়ারি মাসে। তারপরই বান্ধবী ও সন্তানদের নিয়ে পর্তুগালে ফিরে যাবেন রোনাল্ডো। তিনতলা বাড়িটির আয়তন ২ হাজার ৭২০ বর্গমিটার। চারিদিকে সবুজ গাছপালা এবং সুইমিংপুল। অনুরাগীদের অনুমান, তাহলে হয়তো শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনে কয়েকটা বছর কাটিয়ে কেরিয়ারের ইতি টানবেন। ২০২৪ সালের ইউরো পর্যন্ত খেলা ইচ্ছে প্রকাশ করেছেন আগেই। অবসরের পর বাকি জীবনটা পরিবার নিয়ে পর্তুগালেই কাটিয়ে দিতে চান ফুটবল জগতের মহীরূহ।