AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জাতীয় দলের হয়ে ১০ হ্যাটট্রিকের অভিনব রেকর্ড রোনাল্ডোর

৩৬ বছরেও ফিটনেসের তুঙ্গে রয়েছেন রোনাল্ডো। ১২ বছর পর আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে গোলের পর গোল করে চলেছেন। রোনাল্ডো যেন সব রেকর্ড ভেঙে দেওয়ার জন্যই ম্যাচের পর ম্যাচ মাঠে নামছেন।

জাতীয় দলের হয়ে ১০ হ্যাটট্রিকের অভিনব রেকর্ড রোনাল্ডোর
জাতীয় দলের হয়ে ১০ হ্যাটট্রিকের অভিনব রেকর্ড রোনাল্ডোর
| Edited By: | Updated on: Oct 13, 2021 | 7:35 PM
Share

আলমানসিল: বিশ্ব ফুটবলে ফের নতুন রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। প্রথম ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে ১০ম হ্যাটট্রিক করলেন তিনি। লুক্সেমবার্গের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে ৫-০ জিতল পর্তুগাল। যার তিনটে গোলই রোনাল্ডোর।

৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করেছিলেন রোনাল্ডো। পাঁচ মিনিট পরেই আবার দ্বিতীয় গোল তাঁর, পেনাল্টি থেকেই। ৮৭ মিনিটে হ্যাটট্রিক (hat trick) গোল করেন সিআর সেভেন (CR7)। অন্য দুটো গোল ব্রুনো ফের্নান্ডেজ ও জোয়াও পালহিনহার।

৩৬ বছরেও ফিটনেসের তুঙ্গে রয়েছেন রোনাল্ডো। ১২ বছর পর আবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) ফিরে গোলের পর গোল করে চলেছেন। রোনাল্ডো যেন সব রেকর্ড ভেঙে দেওয়ার জন্যই ম্যাচের পর ম্যাচ মাঠে নামছেন। দেশের জার্সিতেও দারুণ ফর্মে আছেন তিনি। কেরিয়ারে সব মিলিয়ে ৫৮টা হ্যাটট্রিক করলেন তিনি। ক্লাব কেরিয়ারে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়েই। তারপর রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৪৪টা হ্যাটট্রিক। জুভেন্তাসের হয়ে করেছেন আরও ৩টে হ্যাটট্রিক।

ম্যাচ জেতার পর রোনাল্ডো বলেছেন, ‘আরও একটা ম্যাচ জিতে লক্ষ্যের দিকে আরও একধাপ এগোলাম আমরা। সেই সঙ্গে আর একটা ঐতিহাসিক দিন আমাদের। ঘরের মাঠে দর্শকদের সামনে যখন খেলি, তখন সব কিছুই যেন সহজ হয়ে যায়। প্রতিটা ম্যাচে আরও আরও বেশি দেওয়াটাই আমার একমাত্র লক্ষ্য।’