AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo Record: মুলারের ৪২ বছরের রেকর্ড ভাঙলেন ৩৮ বছরের রোনাল্ডো

Cristiano Ronaldo-Gerd Muller: গার্ড মুলার ১৯৮৩ সালে ফুটবল বিদায় জানান। সে সময় তাঁর বয়স ৩৬। উত্তর আমেরিকার সকার লিগের ক্লাব ফোর্ড লাউডারহিল স্ট্রাইকার্সে শেষ বার খেলেন তিনি। রোনাল্ডো এই রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সে।

Cristiano Ronaldo Record: মুলারের ৪২ বছরের রেকর্ড ভাঙলেন ৩৮ বছরের রোনাল্ডো
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Aug 02, 2023 | 12:07 AM
Share

বয়স বাড়ছে, তবে ধার নয়। সময়ের সঙ্গে যেন আরও ক্ষুরধার হয়ে উঠছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলে নানা রেকর্ড রয়েছে তাঁর নামে। সেই তালিকায় যোগ হল আরও একটা। জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারের ৪২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন পর্তুগিজ তারকা সিআর সেভেন। আরও নানা তথ্য উঠে আসছে রোনাল্ডোর। এনবিএ খেলোয়াড়দের চেয়েও নাকি রোনাল্ডো বেশি জাম্প করতে পারেন! বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

একটি গবেষণায় উঠে এসেছে, আমেরিকার এনবিএ-র বাস্কেটবল প্লেয়ারদের চেয়েও বেশি জাম্প করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হেডে তিনি এমন কিছু গোল করেছেন যা বাকিদের কাছে কার্যত অসম্ভব। আর এই হেডে গোল করার ক্ষেত্রেই রেকর্ড গড়লেন রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে এই নজির। কেরিয়ারে হেডে তাঁর গোল সংখ্যা হয়েছে ১৪৫ টি। জার্মান কিংবদন্তি হেডে গোল করেছিলেন ১৪৪টি।

গার্ড মুলার ১৯৮৩ সালে ফুটবল বিদায় জানান। সে সময় তাঁর বয়স ৩৬। উত্তর আমেরিকার সকার লিগের ক্লাব ফোর্ড লাউডারহিল স্ট্রাইকার্সে শেষ বার খেলেন তিনি। রোনাল্ডো এই রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সে। সৌদির ক্লাব আল নাসেরে হয়ে আরব চ্যাম্পিয়নশিপের ম্যাচে ইউএস মন্তাসিরের বিরুদ্ধে হেডে কেরিয়ারের ১৪৫তম গোলটি করেন রোনাল্ডো।

মুলার, রোনাল্ডোর পর হেডে সবচেয়ে বেশি গোলের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ ফুটবলার কার্লোস সান্তিয়ানা। তিনি করেছিলেন ১২৫টি গোল। এরপরই রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি প্রয়াত ফুটবলার পেলে। তিনি হেডে গোল করেছিলেন ১২৪টি।