CRO vs CAN Match Report: কানাডার ঐতিহাসিক গোল, ক্রোয়েশিয়ার অভাবনীয় প্রত্যাবর্তন

FIFA World Cup Match Report, CROATIA vs CANADA : বিশ্বকাপের মঞ্চে কানাডার প্রথম গোল। কিন্তু ম্যাচের পরিণতি হল অনেক বেশি হতাশার। ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়া ক্রোয়েশিয়ার অনবদ্য প্রত্যাবর্তন।

CRO vs CAN Match Report: কানাডার ঐতিহাসিক গোল, ক্রোয়েশিয়ার অভাবনীয় প্রত্যাবর্তন
ইতিহাস গড়া আলফান্সো ডেভিস। ক্রোয়েশিয়ার জোড়া গোলের নায়ক ক্রামারিচ।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 28, 2022 | 1:31 AM

দোহা : বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে ইতিহাস গড়লেন আলফান্সো ডেভিস। কানাডার (CANADA) হয়ে বিশ্বকাপে প্রথম গোলের নজির। বেলজিয়ামের বিরুদ্ধেই ইতিহাস গড়ার সুযোগ এসেছিল তাঁর সামনে। ম্যাচের মাত্র ১০ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন। পেনাল্টি থেকে শট নিতে হত। নিয়েওছিলেন। কিন্তু ইতিহাস তৈরি হয়নি সেই ম্যাচে। ক্রোয়েশিয়ার (CROATIA) বিরুদ্ধে ম্যাচের ২ মিনিটে সেই আলফান্সো ডেভিসই নজির গড়লেন। বিশ্বকাপের মঞ্চে কানাডার প্রথম গোল। কিন্তু ম্যাচের পরিণতি হল অনেক বেশি হতাশার। ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়া ক্রোয়েশিয়ার অনবদ্য প্রত্যাবর্তন। ম্যাচের বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়।

ক্রোয়েশিয়া ৪ (আন্দ্রে ক্রামারিচ ৩৬’, ৭০’, মার্কো লিভাজা ৪৪’, লভ্রে মায়ের ৯০+৪’)

কানাডা ১ (আলফান্সো ডেভিস ২’)

বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে পঞ্চম ম্যাচ খেলল কানাডা। দীর্ঘ বছর পর দ্বিতীয় বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে কানাডা। এ বার অনেক বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছে তাদের। প্রথম ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছিল তারা। আলফান্সো ডেভিসের পেনাল্টি সেভ করে বেলজিয়ামকে আশার আলো দেখিয়েছিলেন থিবো কুর্তোয়া। ম্যাচের ৪৪ মিনিটে বেলজিয়ামের হয়ে গোল করেন মিসি বাতসুয়াই। শেষ অবধি সেটিই ম্য়াচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়।

ক্রোয়েশিয়া প্রথম ম্য়াচে মরোক্কোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল। গত বারের রানার্স ক্রোয়েশিয়ার পারফরম্যান্স প্রথম ম্যাচে আশঙ্কা ধরিয়েছিল, আদৌ তারা কতটা এগতে পারবেন। এই ম্যাচেও মাত্র ১২০ সেকেন্ডে গোল খাওয়ার পর হতাশা বাড়ছিল মদ্রিচদের শিবিরে। যদিও অনবদ্য প্রত্যাবর্তন ক্রোয়েশিয়ার। ম্যাচের ৩৬ মিনিটে সমতা ফেরান আন্দ্রে ক্রামারিচ। কিছুক্ষণের মধ্যেই স্কোর লাইন ২-১ করেন মার্কো লিভাজ্জো। এই স্কোর নিয়েই বিরতিতে যায় ক্রোয়েশিয়া। বিরতির পর আরও আক্রমণাত্মক মদ্রিচরা। ৭০ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ব্য়বধান বাড়ান সেই আন্দ্রে ক্রামারিচ। ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপের মঞ্চে জোড়া গোল। অ্যাডেড টাইমে চতুর্থ গোল লভ্রে মায়েরের। কানাডা গোলরক্ষক বেশ কিছু সেভ না করলে আরও বড় ব্যবধানে জিতত ক্রোয়েশিয়া। তবে এ দিনের প্রত্য়াবর্তনে পরিষ্কার, গত বারের রানার্সরা ছন্দে ফিরছে।