East Bengal: জার্সি ছুড়ে বিতর্কে, ক্ষমা চাইলেন অঙ্কিত

Ankit Mukherjee: ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন ইস্টবেঙ্গলের বঙ্গতনয়।

East Bengal: জার্সি ছুড়ে বিতর্কে, ক্ষমা চাইলেন অঙ্কিত
জার্সি ছুড়ে বিতর্কে, ক্ষমা চাইলেন অঙ্কিত
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2023 | 3:15 PM

কলকাতা: শুক্রবার সন্ধেয় জার্সি ছুড়ে বিতর্কে জড়িয়েছিলেন অঙ্কিত মুখোপাধ্যায় (Ankit Mukherjee)। কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে ম্যাচের ১৬ মিনিটে অঙ্কিতকে তুলে নেন ইস্টবেঙ্গল (East bengal) কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তাতেই মেজাজ হারিয়ে জার্সি ছোড়েন বঙ্গতনয়। যে ঘটনার ভিডিও সরাসরি ধরা পড়ে ক্যামেরায়। এরপরই ক্ষোভের আগুন জ্বলতে থাকে লাল-হলুদ সমর্থকদের মনে। মাতৃসম ক্লাবরে জার্সিকে ওভাবে অপমানিত হতে দেখে সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন অনেকে। যে জার্সির সঙ্গে মিশে রয়েছে অসংখ্য লড়াই, অজস্র ঘাম সেই জার্সিকে ওভাবে ছুড়তে দেখায় কেউই ভালো ভাবে ঘটনাকে মেনে নেননি। এমনকি কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনও ম্যাচের পর অঙ্কিতের এ হেন আচরণের বিরুদ্ধে সুর চড়ান। এমনকি ইস্টবেঙ্গলের অঙ্কিতের ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। বিস্তারিত TV9Bangla-য়।

ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন ইস্টবেঙ্গলের বঙ্গতনয়। সোশ্যাল মিডিয়ায় নিজের ভুল স্বীকার করে নেন অঙ্কিত। বাঙালি ডিফেন্ডার জার্সি ছোড়ার অপরাধে অনুতপ্ত। তিনি লেখেন, ‘আমার এই আচরণ অনেককেই আঘাত দিয়েছে। আমাকে তারা ভুল বুঝেছে। আমি কখনও ক্লাবের সমর্থকদের অসম্মান করতে চাইনি। ম্যাচে যে আঘাত পেয়েছিলাম, সেই কারণেই আমাকে বসিয়ে দেওয়া হয়। ওই মুহূর্তে রাগের সময় মাথা ঠিক ছিল না। তাই ওই কাজটা অনিচ্ছাকৃত করে ফেলি। এর মানে কোনও ব্যক্তি বা ক্লাবের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ রয়েছে বা তাদের বিষোদগার করেছি তা নয়। ইস্টবেঙ্গল ক্লাবের জন্যই আমি এতদূর পৌঁছেছি।’

এরই সঙ্গে অঙ্কিত লেখেন, ‘এই ক্লাবেই আমি পেশাদার ফুটবলজীবন শুরু করেছিলাম। আমার গোটা পরিবার ইস্টবেঙ্গল ক্লাবের কাছে কৃতজ্ঞ, ঋণী। ইস্টবেঙ্গল ক্লাবকে অসম্মান করার কথা আমি কল্পনাও করতে পারি না। ১৪ বছর পয়স থেকে আমার সত্তায় ইস্টবেঙ্গল। আমার প্রাণের রং লাল-হলুদ। ওই বয়সেই আমি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলি। আমার তাৎক্ষণিক সম্পূর্ণ রাগের মাথায় দেওয়া প্রতিক্রিয়ার জন্য যাঁরা আমাকে ভুল বুঝে মনোকষ্ট পেয়েছেন, যন্ত্রণাবিদ্ধ হয়েছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এমন কোনও কাজ করব না যাতে ক্লাবের ভাবমূর্তি নষ্ট হয়। আমায় মার্জনা করবেন।’