Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EAST BENGAL: প্রতিপক্ষ ওডিশা, ফাইনালের আগে আরও শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল

Kalinga Super Cup Final: দুরন্ত ছন্দে থাকা ক্লেটন সিলভারা ফোকাস হারাতে নারাজ। কুয়াদ্রাতও ছেলেদের সতর্ক রাখছেন। মেগা ফাইনালের আগে সম্ভাব্য প্রতিপক্ষকে মেপে নেবে লাল-হলুদ। ছয় বছর আগেও সুপার কাপের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর কাছে সেবার হারে লাল-হলুদ। এ বার অধরা ট্রফি জিতেই শহরে ফিরতে চায় ইস্টবেঙ্গল। এর সম্ভাবনাও প্রবল। তার আগে দুই নির্ভরযোগ্য ফুটবলারের ফেরা, ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

EAST BENGAL: প্রতিপক্ষ ওডিশা, ফাইনালের আগে আরও শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল
Image Credit source: EAST BENGAL
Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2024 | 5:49 PM

কলকাতা: রবিবার সুপার কাপ ফাইনাল। ইস্টবেঙ্গলের সামনে ওডিশা এফসি। তার আগে আরও শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল। ফাইনালের আগে মুম্বই সিটি এফসি বনাম ওডিশা এফসি ম্যাচে নজর ছিল লাল-হলুদ জনতার। ইস্টবেঙ্গল আর ট্রফির মাঝখানে এখন ব্যবধান মাত্র একটা ম্যাচ। ১২ বছর হয়ে গিয়েছে জাতীয় পর্যায়ে কোনও সাফল্য নেই ইস্টবেঙ্গলের। ২০১২ সালে শেষ বার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এরপর কলকাতা লিগ ছাড়া ক্যাবিনেটে আর কোন ট্রফি ঢোকেনি। লাল হলুদ সমর্থকরাও ট্রফির আশায় মুখিয়ে আছেন। এ বছরই ডুরান্ড কাপের ফাইনালে ওঠে ইস্টবেঙ্গল। মোহনবাগানের কাছে ফাইনালে হারতে হয় লাল হলুদকে। ট্রফি জয় স্বপ্ন অধরাই থাকে। সুপার কাপে আবারও একটি সুযোগ কার্লেস কুয়াদ্রাতের দলের কাছে। কলিঙ্গ সুপার কাপ জয়ের লক্ষ্যে স্থির লাল-হলুদ শিবির। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রবিবারের মেগা ফাইনালের আগে ইস্টবেঙ্গল শিবিরে শক্তি আরও বাড়ছে। দুই নির্ভরযোগ্য ফুটবলার যোগ দিচ্ছেন দলে। জাতীয় দল থেকে ফেরা নাওরেম মহেশ আর লালচুংনুঙ্গা যোগ দিচ্ছেন স্কোয়াডে। এএফসি এশিয়ান কাপে দেশের হয়ে খেলার জন্য কাতারে ছিলেন মহেশ আর নুঙ্গা। কলকাতায় আছেন এই দুই ফুটবলার। শুক্রবার ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেবেন মহেশ আর লালচুননুনগা।

দুরন্ত ছন্দে থাকা ক্লেটন সিলভারা ফোকাস হারাতে নারাজ। কুয়াদ্রাতও ছেলেদের সতর্ক রাখছেন। মেগা ফাইনালের আগে সম্ভাব্য প্রতিপক্ষকে মেপে নেবে লাল-হলুদ। ছয় বছর আগেও সুপার কাপের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর কাছে সেবার হারে লাল-হলুদ। এ বার অধরা ট্রফি জিতেই শহরে ফিরতে চায় ইস্টবেঙ্গল। এর সম্ভাবনাও প্রবল। তার আগে দুই নির্ভরযোগ্য ফুটবলারের ফেরা, ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

কলিঙ্গ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুম্বই সিটি এফসিকে ১-০ ব্যবধানে হারাল ওডিশা এফসি। গত বারের চ্যাম্পিয়নদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোল দিয়েগো মরিসিওর। মুম্বই সিটি এফসির দুই ফুটবলার রেড কার্ড দেখেন।