Kolkata Derby: শিল্ডের ফাইনালে মেগা ডার্বি, চনমনে ইস্টবেঙ্গল, পারিপার্শ্বিক চাপে অস্বস্তিতে মোহনবাগান
IFA Shield Final: ২০১৮ সালে শিল্ডের ফাইনালে দুই দল মুখোমুখি হলেও সেটা ছিল যুব দলের ডার্বি। সেবার জেতে ইস্টবেঙ্গল। সেবারই শেষ শিল্ড জেতে লাল-হলুদ। ২৯ বার শিল্ড জিতেছে ইস্টবেঙ্গল। মোহনবাগান জিতেছে ২০ বার।

কলকাতা: শনিবার মরসুমের আরও একটা বড় ম্যাচ। এবার আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চলতি মরসুমের তৃতীয় ডার্বি। দুটো ডার্বিই জিতেছে ইস্টবেঙ্গল। মোহনবাগানের কাছে এই বড় ম্যাচ বদলার। আরও তিনটে ডার্বি অপেক্ষা করছে এই মরসুমে। সুপার কাপ আর আইএসএল (যদি দুই পর্বে খেলা হয়)। ২০০৩ সালে শেষবার শিল্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দলের সিনিয়র টিম। সেবার টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। এরপর আর শিল্ড জেতেনি মোহনবাগান। ২০১৮ সালে শিল্ডের ফাইনালে দুই দল মুখোমুখি হলেও সেটা ছিল যুব দলের ডার্বি। সেবার জেতে ইস্টবেঙ্গল। সেবারই শেষ শিল্ড জেতে লাল-হলুদ। ২৯ বার শিল্ড জিতেছে ইস্টবেঙ্গল। মোহনবাগান জিতেছে ২০ বার।
শিল্ডের ফাইনালে মাঠে নামার আগে পারিপার্শ্বিক কারণে অস্বস্তিতে মোহনবাগান। সবুজ-মেরুন শিবির শক্তিশালী হলেও, ইরানে খেলতে না যাওয়া নিয়ে সমর্থকদের ক্ষোভ অস্বস্তিতে ফেলেছে বাগানকে। কোচ হোসে মোলিনাও ডার্বি ফাইনালের আগে ১০০ শতাংশ সমর্থন চাইলেন। এমনকি তিনি যা বললেন, তাতে দলের অন্দরেই কোচ-ফুটবলার দ্বিমত প্রকাশ্যে এল। মোলিনা বলেই দিলেন, ‘আমি চেয়েছিলাম ইরান যেতে। প্রস্তুত ছিলাম। কিন্তু ফুটবলাররা যেতে চায়নি। আমিও হতাশ হয়েছিলাম। ইস্টবেঙ্গল খেলবে ১০০ শতাংশ তাদের সমর্থকদের নিয়ে। আমাদের দর্শকদের থেকে কতটা সমর্থন পাব জানিনা। কিন্তু আমাদের সমর্থকদের বুঝতে হবে এটা ডার্বি। সব কিছু ভুলে ৯০ মিনিটের জন্য প্রিয় দলকে সমর্থন করুন।’ শনিবার ডার্বি অভিষেক হচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার রবসন রোবিনহোর। ইস্টবেঙ্গল জার্সিতে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও, সবুজ-মেরুন জার্সিতে বড় ম্যাচে অভিষেক হতে চলেছে রাহুল ভেকের। পেত্রাতোস, ম্যাকলারেন, কামিংসরা একাংশ সমর্থকদের কাছে এখন ভিলেন। অভিমান ভেঙে শনিবার সবুজ-মেরুন জনতার মুখে হাসি ফোটাতে চান বাগান ফুটবলাররা।
অন্যদিকে ইস্টবেঙ্গল শিবিরের অভিযোগ, তাদের অনুশীলনে গুপ্তচর পাঠিয়েছে মোহনবাগান। শুক্রবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড সংলগ্ন একটি হোটেল থেকে লাল-হলুদের ট্রেনিং, কোচের ট্যাকটিক্স মোবাইলবন্দি করেছে বিপক্ষ শিবির। ডুরান্ডের ডার্বির আগেও এই অভিযোগ তুলেছিল ইস্টবেঙ্গল।
শনির ডার্বিতে প্রাক্তন ছাত্র রবসনই মাথাব্যথা ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর। রবসনের দৌড় থামাতে ছক সাজাচ্ছেন স্প্যানিশ কোচ। অভিষেক হতে জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকির। জাতীয় দল থেকে ফেরা আনোয়ার, মহেশরা বেশ চনমনে। মোহনবাগানের আক্রমণ রুখতে কেভিন সিবিলেদের উপর বাড়তি দায়িত্ব দিচ্ছেন ব্রুজো। মিগুয়েল ডুরান্ড ডার্বিতে বেশ ভাল ফুটবল খেলেছিলেন। শিল্ডের ফাইনালেও তাঁকে ঘিরে আশা মশাল বাহিনীর। হামিদ আহদাদ, সাউল ক্রেসপো, মহম্মদ রাশিদরা দলের ইউএসপি। বাবা মারা যাওয়ায় আগের ডার্বিতে মাঠে ছিলেন না প্যালেস্তাইনের মিডিও রাশিদ।
দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াই। শেষ সাক্ষাতে জিতেছিলেন ব্রুজো। মোলিনার কাছে বদলার ম্যাচ। একটা ম্যাচ জিতলেই সমর্থকদের হতাশা উধাও হয়ে যাবে। ভালই জানেন কোচ, ফুটবলাররা। অন্যদিকে চিরশত্রুকে হারিয়ে ট্রফি জয়ের স্বাদ বহু বছর পায়নি ইস্টবেঙ্গল। শনি রাতেই সেই স্বপ্ন পূরণ করতে চান সৌভিকরা।
