EURO 2024: স্পেনের নজরে হ্যাটট্রিক, ক্রোয়েশিয়া-ইতালি ভার্চুয়াল নকআউট!

Group B Preview: ইতালি গ্রুপের প্রথম ম্যাচে হারিয়েছিল আলবেনিয়াকে। শুরুতেই পিছিয়ে পড়েছিল ইতালি। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই লিড নিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে আলবেনিয়াই। আর গত ম্যাচে স্পেনের বিরুদ্ধে ডোনারুমা অনবদ্য কিপিং না করলে বড় লজ্জায় পড়তে হত ইতালিকে। তবে তাদের ঝুলিতে ৩ পয়েন্ট রয়েছে। ক্রোয়েশিয়ার পরিস্থিতি আরও শোচনীয়।

EURO 2024: স্পেনের নজরে হ্যাটট্রিক, ক্রোয়েশিয়া-ইতালি ভার্চুয়াল নকআউট!
Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 24, 2024 | 9:00 AM

ইউরো কাপে গ্রুপ বি থেকে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। তাদের দুরন্ত গতির পাসিং ফুটবলে প্রতিপক্ষ ছন্নছাড়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ স্পেনের প্রতিপক্ষ আলবেনিয়া। একই টাইমে অন্য ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইতালি ও ক্রোয়েশিয়া। দু-দলই প্রবল চাপে। এই ম্যাচের উপরই নির্ভর করছে কোন দল পরের রাউন্ডে জায়গা করে নেবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। জয় দিয়ে শুরু করলেও তাদের পারফরম্যান্স চিন্তায় রেখেছিল। দ্বিতীয় ম্যাচে স্পেনের পাসের বন্যার সামনে রীতিমতো অসহায় দেখিয়েছে। আজ অন্তত ড্র করলেও প্রি-কোয়ার্টারে যাবে ইতালি। তবে পারফরম্যান্স ভালো না করলে এর বেশি এগনো কঠিন।

স্পেন প্রথম দু-ম্যাচ জিতলেও চিন্তার জায়গা রয়েছে। প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছিল স্পেন। তাও আবার শক্তিশালী ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। কিন্তু ইতালির বিরুদ্ধে আত্মঘাতী গোলে জয়। মাত্র ১-০ ব্যবধানে। অথচ বল পজেশন, সুযোগ তৈরি সব ক্ষেত্রেই ইতালির চেয়ে শতযোজন এগিয়ে ছিল তারা। স্পেনের আক্রমণ ভাগে ধার থাকলেও গোল করার লোকের অভাব। এই অভাবটাই কাটাতে হবে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে যা বড় চ্যালেঞ্জ। কার্ড সমস্যায় আলবেনিয়ার বিরুদ্ধে রড্রিকে পাবে না স্পেন।

ইতালি গ্রুপের প্রথম ম্যাচে হারিয়েছিল আলবেনিয়াকে। শুরুতেই পিছিয়ে পড়েছিল ইতালি। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই লিড নিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে আলবেনিয়াই। আর গত ম্যাচে স্পেনের বিরুদ্ধে ডোনারুমা অনবদ্য কিপিং না করলে বড় লজ্জায় পড়তে হত ইতালিকে। তবে তাদের ঝুলিতে ৩ পয়েন্ট রয়েছে। ক্রোয়েশিয়ার পরিস্থিতি আরও শোচনীয়।

স্পেনের কাছে হারের পর আলবেনিয়ার বিরুদ্ধেও একই পরিস্থিতিতে পড়েছিল। ক্রামারিচ সমতা ফিরিয়েছিলেন। জাসুলার আত্মঘাতী গোলে লিড নিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু সেই লিড ধরে রাখতে ব্যর্থ। অ্যাডেড টাইমে সেই জাসুলার গোলেই সমতা ফেরায় আলবেনিয়া। ২-২ গোলে শেষ হয় ম্যাচ। ক্রোয়েশিয়ার ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। হার কিংবা ড্র, দু-ক্ষেত্রেই বিদায় হয়ে যাবে ক্রোয়েশিয়ার। ইতালির বিরুদ্ধে জয় ছাড়া বিকল্প নেই মদ্রিচদের কাছে। ইতালি অবশ্য ড্র করলেও পরের রাউন্ডে জায়গা করে নেবে। সে কারণেই এই ম্যাচকে ভার্চুয়াল নকআউটও বলা যায়।

দুটি ম্যাচই রাত ১২.৩০ থেকে

তিলোত্তমাদের নিয়ে ছবির জের, সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক
তিলোত্তমাদের নিয়ে ছবির জের, সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক
আপনার হাতে হঠাৎই কয়েক কোটি টাকা চলে আসতে পারে! কীভাবে জানেন?
আপনার হাতে হঠাৎই কয়েক কোটি টাকা চলে আসতে পারে! কীভাবে জানেন?
চেহারা নিয়ে প্রশ্ন, ঐশ্বর্যকে নিয়ে নতুন তথ্য সামনে
চেহারা নিয়ে প্রশ্ন, ঐশ্বর্যকে নিয়ে নতুন তথ্য সামনে
উত্‍সবের মরসুমে ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকার ব্যবসার সম্ভাবনা
উত্‍সবের মরসুমে ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকার ব্যবসার সম্ভাবনা
ভারতীয় সেনার তরোয়াল বল্লমের বিপক্ষে মেশিনগান, এক অসম যুদ্ধ জয়ের গল্প
ভারতীয় সেনার তরোয়াল বল্লমের বিপক্ষে মেশিনগান, এক অসম যুদ্ধ জয়ের গল্প
কেমন আছেন মনোজ মিত্র, দাদা কে নিয়ে মুখ খুললেন ভাই অমর মিত্র
কেমন আছেন মনোজ মিত্র, দাদা কে নিয়ে মুখ খুললেন ভাই অমর মিত্র
সাইলেন্ট প্যানডেমিকের কবলে, উজাড় হয়ে যেতে পারে পাকিস্তান!
সাইলেন্ট প্যানডেমিকের কবলে, উজাড় হয়ে যেতে পারে পাকিস্তান!
Manoj Mitra: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে মনোজ মিত্র, এখন কেমন আছেন?
Manoj Mitra: সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে মনোজ মিত্র, এখন কেমন আছেন?
Pujarini Ghosh: হাসপাতালে অভিনেত্রী পূজারিণী ঘোষ, কী হয়েছে তাঁর?
Pujarini Ghosh: হাসপাতালে অভিনেত্রী পূজারিণী ঘোষ, কী হয়েছে তাঁর?
সন্দেশখালি থেকে বগটুই, প্রশাসন ব্যর্থ, আদালতের প্রায়শ্চিত্ত!
সন্দেশখালি থেকে বগটুই, প্রশাসন ব্যর্থ, আদালতের প্রায়শ্চিত্ত!