IND vs BAN T20I Squad: টি-টোয়েন্টি স্কোয়াডে KKR মিস্ট্রি স্পিনারের কামব্যাক, দলে বড় চমক!

India vs Bangladesh: টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন হল কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ঘোষিত দলে একঝাঁক তরুণ মুখ। টেস্টে টানা ক্রীড়াসূচির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে সিনিয়র ক্রিকেটারদের। কেমন হল স্কোয়াড?

IND vs BAN T20I Squad: টি-টোয়েন্টি স্কোয়াডে KKR মিস্ট্রি স্পিনারের কামব্যাক, দলে বড় চমক!
Image Credit source: PTI/Hannah Peters/Getty Images
Follow Us:
| Updated on: Sep 28, 2024 | 10:12 PM

বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ চলছে ভারতের। এরপরই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। স্কোয়াড ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। হতাশার অধ্যায় মিটল না কিপার ব্যাটার ঈশান কিষাণের। তেমনই স্কোয়াডে বড় চমক ১৫৫ কিমি/ঘণ্টা গতিতে বোলিং করা মায়াঙ্ক যাদব। টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তন হল কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ঘোষিত দলে একঝাঁক তরুণ মুখ। টেস্টে টানা ক্রীড়াসূচির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে সিনিয়র ক্রিকেটারদের। কেমন হল স্কোয়াড?

কানপুর টেস্টের পর আরও আটটি টেস্ট খেলবে ভারত। সে কারণেই টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে, এমনটাই মনে করা হয়েছিল। তেমনই হল। তাতেও স্কোয়াডে জায়গা হল না ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ারদের। সঞ্জু স্যামসনের সঙ্গে দ্বিতীয় কিপার ব্য়াটার হিসেবে জীতেশ শর্মার উপরই ভরসা রাখছে বোর্ড। জিম্বাবোয়েতে আন্তর্জাতিক অভিষেক হওয়া অভিষেক শর্মা গত শ্রীলঙ্কা সফরে সুযোগ পাননি। যশস্বীর অনুপস্থিতিতে টিমে ফিরলেন তিনি। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরলেন কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। প্রথম বার জাতীয় দলে মায়াঙ্ক যাদব।

জিম্বাবোয়ে সফরে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ডাক পেয়েছিলেন কেকেআর পেসার হর্ষিত রানা। খেলার সুযোগ হয়নি। শ্রীলঙ্কা সফরে দুই ফরম্যাটেই স্কোয়াডে ছিল। অভিষেক হয়নি। বাংলাদেশের বিরুদ্ধে অভিষেকের সম্ভাবনা প্রবল হর্ষিতের। তেমনই জিম্বাবোয়ে সফরে ডাক পেয়েও চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে যাওয়া নীতীশ কুমার রেড্ডিও সুযোগ পেলেন। এ ছাড়াও প্রত্যাশিত ভাবেই রয়েছেন রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, শিবম দুবেরা।

টি-টোয়েন্টি সিরিজের ঘোষিত স্কোয়াড-সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।