কল লিস্টে বান্ধবীর নম্বর, সেক্টর ৫-এ দেহ উদ্ধার হওয়ার আগে কী কথা হয়েছিল যুবকের সঙ্গে
Salt Lake: দেহ ময়নাতদন্তের জন্য বিধান নগর হাসপাতাল থেকে পাঠানো হয় আর জি কর হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।
কলকাতা: সল্টলেকের সেক্টর ৫ অঞ্চল। পরপর অফিস। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। সেরকম একটি জনবহুল জায়গায় আচমকা উদ্ধার মৃতদেহ। এক ২৮ বছরের তরতাজা যুবকের দেহ উদ্ধার হওয়ায় স্তম্ভিত এলাকার লোকজন। অবাক তাঁর সহকর্মীরাও। প্রশ্ন উঠেছে, আত্মহত্যা? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে যুবকের দেহ। মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।
২৮ বছরের ওই যুবকর নাম পরিবেশ চট্টোপাধ্যায়। তিনি কলকাতার মুকুন্দপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট না হলেও ওই যুবক ঋণগ্রস্থ ছিলেন বলে জানতে পেরেছেন তাঁরা। শুক্রবার তাঁর বান্ধবীর সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন ওই যুবক। সেই কথোপকথন থেকেই উঠে এসেছে সূত্র। জানা গিয়েছে ওই যুবক ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন, যেটা শোধ করতে পারছিলেন না। বান্ধবীকে জানিয়েছিলেন সে কথা।
পুলিশ প্রাথমিকভাবে মনে করছেন ধারের টাকা শোধ না করতে পারায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। সেই কারণেই ১৬ তলা থেকে ঝাঁপ বলে মনে করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য বিধান নগর হাসপাতাল থেকে পাঠানো হয় আর জি কর হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।
তবে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত করছে পুলিশ।