AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Enzo Fernández: নীরবতা ভেঙে ক্লাব ফুটবল নিয়ে কী বলছেন এনজো?

Benfica : বিশ্বকাপ শেষ হতেই এনজোর ক্লাব ফুটবলে অবস্থান নিয়ে একাধিক জল্পনার সূত্রপাত হয়েছিল। তাঁর চাহিদা দেখেই বর্তমান ক্লাব বেনফিকা সাফ জানিয়ে দিয়েছে, যেই দলই এনজোকে দলে নিতে চাইবে তাকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে।

Enzo Fernández: নীরবতা ভেঙে ক্লাব ফুটবল নিয়ে কী বলছেন এনজো?
নিরবতা ভেঙে ক্লাব ফুটবল নিয়ে কী বলছেন এনজো?Image Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 11:29 PM
Share

নয়াদিল্লি: কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) একাধিক বার উঠে এসেছে একুশ বছরের আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্ডেজের (Enzo Fernández) নাম। লিও মেসিকে (Lionel Messi)  দেখে বড় হয়ে উঠেছেন এনজো। সেই মেসির সঙ্গেই জীবনের প্রথম বিশ্বকাপের ময়দানে নেমে গোল করে দলকে জিতিয়েছেন বেনফিকা স্টার এনজো। বিশ্বকাপের পুরো আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন এনজো। সাত ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন একবার। মাত্র একুশ বছর বয়সেই শিরোনামে উঠে এসেছেন । তাঁকে নিয়ে ইউরোপের দলগুলির মধ্যে আলোচনা জোরকদমে। তাঁকে সই করাতে মুখিয়ে অনেক ক্লাব। এনজো কী বলছেন? তুলে ধরল TV9 Bangla

কাতার বিশ্বকাপে এনজোর দুর্দান্ত পারফরম্যান্সের পরই আঁচ করা গিয়েছিল ক্লাব ফুটবলে তাঁর দর বাড়তে পারে। বিশ্বকাপে সেরা উঠতি প্রতিভার খেতাব উঠেছে তাঁর হাতে। একুশ বছরের এনজোর ফুটবলে হাতেখড়ি স্থানীয় ক্লাব লা রেকোভার হাত ধরে। তারপর যোগ দেন রিভার প্লেটে। এই বছর জুন মাসে রিভার প্লেট ছেড়ে পর্তুগালের ক্লাব বেনফিকায় সই করেছিলেন এনজো। বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। তার আগেই ইউরোপের নামিদামী ক্লাব গুলো তাঁকে দলে নিতে মরিয়া হয়ে উঠেছে। রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মধ্যে একপ্রকার কাড়াকাড়ি শুরু হয়েছে এনজোকে দলে নেওয়া নিয়ে।

বিশ্বকাপ শেষ হতেই এনজোর ক্লাব ফুটবলে অবস্থান নিয়ে একাধিক জল্পনার সূত্রপাত হয়েছিল। তাঁর চাহিদা দেখেই বর্তমান ক্লাব বেনফিকা সাফ জানিয়ে দিয়েছে, যেই দলই এনজোকে দলে নিতে চাইবে তাকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে। এতদিন এই বিষয়ে মুখ খোলেননি তরুণ মিডফিল্ডার। এ বার নীরবতা ভেঙে বলেন, ” আমি আমার ভবিষ্যৎ ও প্রস্তাব নিয়ে কিছু জানি না। আমি এ সব বিষয়ে মাথা ঘামাতেও চাই না। আমার এজেন্ট এ সব বিষয়ের দেখভাল করছেন। আমার ফোকাস এখন বেনফিকা। শুক্রবার খেলাও আছে।” এনজোর কথায় স্পষ্ট দল বদল করতে এক্ষুনি রাজি নন।