FIFA: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ধুন্ধুমার, দুই দলের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে ফিফা

Brazil-Argentina: ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে নজিরবিহীন অশান্তি। ম্যাচ শুরুর আগে যখন জাতীয় সঙ্গীতের প্রস্তুতি নিচ্ছে দুই দল, তখন গ্যালারিতে অশান্তিতে জড়ায় দুই পক্ষের সমর্থকদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে ব্রাজিলের স্থানীয় পুলিশ। আহত হন বেশ কিছুজন। এই ঘটনার তদন্ত শুরু করছিল ফিফা। এ বার আর্জেন্টিনা ও ব্রাজিলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করল ফিফা।

FIFA: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ধুন্ধুমার, দুই দলের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে ফিফা
ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2023 | 2:41 PM

রিও ডি জেনেইরো: বিশ্বকাপের (FIFA World Cup Qualifiers) যোগ্যতা অর্জন পর্বেই উত্তপ্ত ফুটবলবিশ্ব। ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচে নজিরবিহীন অশান্তি। ম্যাচ শুরুর আগে যখন জাতীয় সঙ্গীতের প্রস্তুতি নিচ্ছে দুই দল, তখন গ্যালারিতে অশান্তিতে জড়ায় দুই পক্ষের সমর্থকদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে ব্রাজিলের স্থানীয় পুলিশ। আহত হন বেশ কিছুজন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করছে ফিফা। এ বার আর্জেন্টিনা ও ব্রাজিলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার পথে হাঁটছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কী শাস্তি জুটবে দুই বিশ্বজয়ী দলের কপালে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উত্তপ্ত ফুটচবলবিশ্ব। বাছাই পর্বের ম্যাচে বুধবার মুখোমুখি হয়েছিল দুই প্রতিদ্বন্দী দল ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগে যখন জাতীয় সঙ্গীতের প্রস্তুতি নিচ্ছে দুই শিবির, তখন গ্যালারিতে আশান্তিতে জড়ায় দুই দলের সমর্থকদের একাংশ। কথা কাটাকাটি শেষে হাতাহাতিতে গড়ায়। এক প্রকার রণক্ষেত্রের চেহার নেয় মারাকানা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সমর্থকদের উপর লাঠিচার্জ শুরু করে ব্রাজিলের স্থানীয় পুলিশ। আহত হন আর্জেন্টিনা সমর্থকর। এই ঘটনার প্রতিবাদে দল নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু হয় ম্যাচ। এরপরই এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়। ঘটনাপ তদন্তে নামে ফিফা। এ বার দুই দলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ব্রাজিলের বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তির সুপারিশ করা হয়েছে। পয়েন্ট কাটার হতে পারে ব্রাজিলের। পাশাপাশি পরের দুটি ম্যাচ মারাকানার খালি স্টেডিয়ামে খেলতে হতে পারে সেলেকাওদের।