FIFA World Cup 2022: মেসির হোমওয়ার্ক, এটাতেও কি টিক পড়বে?
Lionel Messi : কোপা আমেরিকা জেতা হয়েছে। কাতার বিশ্বকাপের ফাইনালেও উঠেছেন। এ বার তাঁর হোমওয়ার্ক বিশ্বকাপ জয়। তার নীচে দাগ দিয়ে রেখেছেন মেসি। টিক চিহ্ন দিতে পারবেন কী না, সে দিকেই নজর।
দোহা: কেরিয়ারের শেষ বিশ্বকাপের (FIFA World Cup 2022) ময়দানে আজ শেষ বারের মতো দেখা যাবে ১০ নং জার্সির মালিককে। তাঁর হাতে বিশ্বকাপ দেখার আশায় তাঁকিয়ে লক্ষ লক্ষ চোখ। তবে তার আগেই মেসিকে (Lionel Messi) যেন জিতিয়ে দিল ফিফা! বিশ্বকাপের ফাইনালের দিন ফিফার (FIFA) পোস্ট করা একটি ভিডিও আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল দুনিয়ায়। কী রয়েছে সেই ভিডিয়োতে? কেনই বা আলোড়ন! অনেকে নেতিবাচক প্রশ্নও তুলছেন! কিন্তু কেন? তুলে ধরল TV9 Bangla।
মহাযুদ্ধের জন্য সেজে উঠেছে লুসেইল। সেই সঙ্গেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই শিবিরই। ভক্ত মহলের চিত্রটাও তুলে ধরার মতো। প্রিয় দল নিয়ে তাঁদের উন্মাদনার শেষ নেই। সবাই চাইছেন প্রিয় দলের হাতেই উঠুক বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি। আর্জেন্টিনা ফ্যানেরা অবশ্যই চান কেরিয়ারের শেষ বিশ্বকাপে তাঁদের ম্যাজিশিয়ানের হাতেই উঠুক সোনার ট্রফি। অন্য দিকে, এক অবাক করা সমীক্ষা রিপোর্ট বলছে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দী প্রতিবেশী ব্রাজিল সমর্থকদের ৩৩ শতাংশ নাকি চাইছেন মেসিই জিতুক। আসলে লিওর শেষ বিশ্বকাপের বিষয়টিই সকলকে আবেগে ভাসাচ্ছে।
View this post on Instagram
এ বার এই দলে নাম লেখালো ফিফাও! বিশ্বকাপ মেগা ফাইনালের দিন সকালে ফিফা তাদের অফিশিয়াল টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি অ্যানিমেটেড ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে, মেসি তাঁর কেরিয়ারের সাফল্যের তালিকায় একের পর এক জয়ের সঙ্গেই শেষে বিশ্বকাপ ফাইনালেপ পাশেও পেন দিয়ে দাগ কেটে দিচ্ছেন। তাঁর শারীরীভাষা যেন জানান দিচ্ছে, খেলা শেষ। এ বার বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার পালা। কয়েক ঘন্টাতেই মিলিয়ন ভিউস এই ভিডিয়োতে। জেতার আগেই যেন মেসিকে জিতিয়ে দিয়েছে ফিফা! যদিও বিষয়টি একটু অন্যরকম। ভিডিয়োতে মেসির একটি করে হোমওয়ার্ক এবং তাতে টিক দেওয়া দেখানো হয়েছে। কোপা আমেরিকা জেতা হয়েছে। কাতার বিশ্বকাপের ফাইনালেও উঠেছেন। এ বার তাঁর হোমওয়ার্ক বিশ্বকাপ জয়। তার নীচে দাগ দিয়ে রেখেছেন মেসি। টিক চিহ্ন দিতে পারবেন কী না, সে দিকেই নজর।