Hand of God Ball: অতি লোভে…। হ্যান্ড অব গডের বল নিয়ে বিপাকে রেফারি!

Diego Maradona: মারাদোনার হ্যান্ড অব গডের বলটি নিজের কাছে রেখেছিলেন রেফারি। অবশেষে সেটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন আলি বিন নাসের। গত মাসেই এক ব্যক্তি সেই বল কিনতে চেয়ে ২ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিলেন। যদিও আলি বিন নাসের এই অঙ্কে রাজী হননি।

Hand of God Ball: অতি লোভে...। হ্যান্ড অব গডের বল নিয়ে বিপাকে রেফারি!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 01, 2023 | 8:12 PM

লন্ডন: অতি লোভে…। লোভে পাপ…। এ ধরনের প্রবাদ হামেসাই শুনে থাকি আমরা। ঠিক যেন এমন পরিস্থিতির সামনেই আলি বিন নাসের। নামটা অচেনা! ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ মনে পড়ে! প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার সেই হ্যান্ড অব গড গোল! ইংল্য়ান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সেই ঐতিহাসিক গোল করেছিলেন মারাদোনা। ম্যাচে রেফারি ছিলেন আলি বিন নাসের। মারাদোনার হ্যান্ড অব গডের বলটি নিজের কাছে রেখেছিলেন রেফারি। অবশেষে সেটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন আলি বিন নাসের। গত মাসেই এক ব্যক্তি সেই বল কিনতে চেয়ে ২ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিলেন। যদিও আলি বিন নাসের এই অঙ্কে রাজী হননি। ইংল্য়ান্ডের সংবাদপত্র দ্য সানের খবর অনুযায়ী, এখন বিপাকে পড়েছেন আলি বিন নাসের। বিস্তারিত TV9Bangla-য়।

আলি বিন নাসের বলটিকে স্মারক হিসেবেই রেখেছিলেন। তবে পরবর্তীতে সিদ্ধান্ত নেন নিলামে তুলবেন। তাতে একদিকে যেমন তাঁর আর্থিক লাভ হবে, তেমনই বিশ্বের কোনও সংগ্রহশালায় স্থান পেলে ফুটবলপ্রেমীরাও এটি দেখার সুযোগ পাবেন। যদিও ২ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে এখন হাত কামড়াচ্ছেন। তাঁর লক্ষ্য অন্তত ৩ মিলিয়ন পাউন্ড। লন্ডন অকশনে এর দাম উঠেছিল মাত্র ৫ লক্ষ পাউন্ড। আলি বিন নাসেরের প্রত্যাশার চেয়ে অনেক কম। লন্ডন অকশনে তা বিক্রি হয়নি। অপেক্ষা করছিলেন ৩ মিলিয়ন পাউন্ডের দাম ওঠার।

আমেরিকার একটি ফার্মের সঙ্গে যোগাযোগ রাখছেন আলি বিন নাসের। পছন্দ মতো দাম পাচ্ছেন না যদিও। পরবর্তী নিলামের আর মাত্র এক সপ্তাহ বাকি। এখনও অবধি এর দাম উঠেছে ৮৪৭২৭৬ পাউন্ড। তাঁর প্রত্যাশার চেয়ে অনেক অনেক কম। প্রথম বার যদি ২ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব না ফেরাতেন, হয়তো এতটা ক্ষতির মুখে পড়তে হত না হ্য়ান্ড অফ গড বলের মালিক আলি বিন নাসেরকে।