AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harry Kane: ট্রফির অভিশাপ কাটল এতদিনে, বায়ার্নের হয়ে ‘প্রথম ট্রফি’ জিতলেন হ্যারি কেন!

Bundesliga-Bayern Munich: শোকেসে অসংখ্য ট্রফি তাঁর। কিন্তু এত গোল থাকা সত্ত্বেও সেই বিশেষ ট্রফি তাঁর ক্যাবিনেটে ছিল না। বারবার ফিরতে হয়েছে সাফল্য থেকে। তবে অবশেষে কাটল সেই ট্রফির খরা। আরও ভালো করে বললে অভিশাপ কাটল ইংলিশ তারকার।

Harry Kane: ট্রফির অভিশাপ কাটল এতদিনে, বায়ার্নের হয়ে 'প্রথম ট্রফি' জিতলেন হ্যারি কেন!
Image Credit: X
| Edited By: | Updated on: May 05, 2025 | 7:35 PM
Share

কলকাতা: অবশেষে ভাগ্য ফিরল হ্যারি কেনের। দীর্ঘ ১৫ বছরের ফুটবল কেরিয়ার এই ইংল্যান্ডের তারকা স্ট্রাইকারের। এখনকার সময়ের সেরা স্ট্রাইকারদের মধ্যে অন্যতম। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে মোট ৪৫০র বেশি গোল তাঁর ঝুলিতে। শোকেসে অসংখ্য ট্রফি তাঁর। কিন্তু এত গোল থাকা সত্ত্বেও সেই বিশেষ ট্রফি তাঁর ক্যাবিনেটে ছিল না। বারবার ফিরতে হয়েছে সাফল্য থেকে। তবে অবশেষে কাটল সেই ট্রফির খরা। আরও ভালো করে বললে অভিশাপ কাটল ইংলিশ তারকার।

রবিবার নিজের জীবনের প্রথম ট্রফি জিতলেন হ্যারি। বায়ার্ন মিউনিখ ৩৪তম জার্মান লিগের শিরোপা নিশ্চিত করল রবিবার। বুন্দেসলিগাতে ফ্রেইবার্গের সঙ্গে লেভারকুসেনের ড্রয়ের ফলে বায়ার্ন লিগ জয় নিশ্চিত হয়। বায়ার্নের সাফল্যই জীবনে প্রথমবার দলগত ট্রফির স্বাদ দিল হ্যারি কেনকে। কার্ড সমস্যার কারণে শনিবার লিপজিগের বিরুদ্ধে খেলেননি তিনি। সেই ম্যাচ জিতলেই নিজেদের লিগ জয় নিশ্চিত করতে পারত বায়ার্ন। ৩-২ গোলে সেই ম্যাচে এগিয়ে ছিল। তবে সেই ম্যাচের শেষ মুহূর্তে ইউসুফের গোলে সেই ম্যাচে সমতায় ফেরায় লাইপজিগ। তাই তাঁদের সেই লিগ জয় কিছুটা পিছিয়ে যায়।

রবিবার ইংল্যান্ডের ফরোয়ার্ড হ্যারি কেন তাঁর ক্যারিয়ারের দীর্ঘ ট্রফি খরার অবসান ঘটানোর পর আরও এক নতুন রেকর্ড গড়লেন তিনি। দু’সপ্তাহ আগেই বায়ার্নের হয়ে তাঁর প্রথম ৬০টি লিগ ম্যাচে ৬০টি গোল করে লিগের রেকর্ড ভেঙেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। বুন্দেসলিগার ইতিহাসে তিনি প্রথম খেলোয়াড় হিসেবে পর পর দুই মরসুমে সর্বোচ্চ গোলদাতার তকমা পেতে পারেন। তবে সে সব ছাপিয়ে গিয়েছে বায়ার্নের হ্যারি কেনের প্রথম দলগত ট্রফি।

হ্যারি কেন নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন টটেনহ্যাম হটস্পারে। ২০০৯-২০২৩ সাল পর্যন্ত লন্ডনের ক্লাবের হয়ে খেলেছেন। এরপরেই বায়ার্নে যোগদান করেন ১০০ মিলিয়ন ইউরোতে। ইংল্যান্ডে তিনি একাধিকবার টটেনহ্যামের হয়ে ট্রফি জিতার জায়গায় চলে গিয়েছিলেন। কিন্তু ব্যর্থ হন। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স হন। একই সঙ্গে জাতীয় দলের হয়ে ইউরো কাপে ২০২০ এবং ২০২৪ সালে ফাইনালে পৌঁছলেও ট্রফি জিততে ব্যর্থ হয় দল। অবশেষে রবিবার নিজের জীবনের প্রথম ট্রফির স্বাদ পেলেন তিনি।