AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2022-23: ঘরের মাঠে সবুজ-মেরুনের প্রথম ম্যাচ, দেখে নিন আইএসএলে মোহনবাগানের পুরো সূচি

ATK Mohun Bagan: আইএসএলের নতুন মরসুমের শুরুটা ঘরের মাঠেই করতে চলেছে এটিকে মোহনবাগান। চেন্নায়িন এফসির বিরুদ্ধে এ বারের আইএসএলের যাত্রা শুরু করবে সবুজ-মেরুন।

ISL 2022-23: ঘরের মাঠে সবুজ-মেরুনের প্রথম ম্যাচ, দেখে নিন আইএসএলে মোহনবাগানের পুরো সূচি
| Edited By: | Updated on: Sep 01, 2022 | 4:11 PM
Share

কলকাতা: আইএসএলের (ISL) আসন্ন মরসুমের সূচি প্রকাশের পর দেশ জুড়ে এখন একটাই স্লোগান, ‘লেটস ফুটবল’। গত দু’বছর করোনা চোখরাঙানির কারণে দেশের মাঠে ইন্ডিয়ান সুপার লিগের আয়োজন করা যায়নি। আইএসএলের গত ২টো মরসুম তাই হয়েছিল সুদূর গোয়াতেই। এ বার দেশেই অনুষ্ঠিত হতে চলেছে আইএসএল। আর নতুন মরসুমের শুরুটা ঘরের মাঠেই করতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গত মরসুমে সেমিফাইনালে হায়দরাবাদ এফসির কাছে হেরে ফাইনালে উঠতে পারেনি মোহনবাগান। ২০২১ সালের ডিসেম্বরে সবুজ-মেরুনের কোচিংয়ের দায়িত্ব পান হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। আন্তোনিও লোপেজ হাবাস দল ছেড়ে যাওয়ার পর, ধীরে ধীরে গুছিয়ে নেন ফেরান্দো। তবে দলকে ফাইনালে তুলতে পারেননি। লিগ টেবলের তিন নম্বরে থেকেই গত মরসুম শেষ করেছিল মোহনবাগান। সামনেই নতুন মরসুমের আইএসএল। অতীত ভুলে ১০০ শতাংশ তুলে ধরাই লক্ষ্য মোহনবাগানের।

দেখে নিন আইএসএল ২০২২-২৩ এ এটিকে মোহনবাগানের সূচি —

১) ১০ অক্টোবর, ২০২২: এটিকে মোহনবাগান বনাম চেন্নায়িন এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)।

২) ১৬ অক্টোবর, ২০২২: কেরালা ব্লাস্টার্স এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০, কোচি, জওহরলাল নেহরু স্টেডিয়াম)।

৩) ২৯ অক্টোবর, ২০২২: এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)।

৪) ৬ নভেম্বর, ২০২২: মুম্বই সিটি এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০, মুম্বই ফুটবল অ্যারেনা)।

৫) ১০ নভেম্বর, ২০২২: এটিকে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)।

৬) ২০ নভেম্বর, ২০২২: এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০, গোয়া, জওহরলাল নেহরু স্টেডিয়াম)।

৭) ২৬ নভেম্বর, ২০২২: এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)।

৮) ৩ ডিসেম্বর, ২০২২: বেঙ্গালুরু এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০, বেঙ্গালুরু, শ্রী কান্তিরাভা স্টেডিয়াম)।

৯) ৮ ডিসেম্বর, ২০২২: এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)।

১০) ১৫ ডিসেম্বর, ২০২২: ওড়িশা এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০, ভুবনেশ্বর, কলিঙ্গ স্টেডিয়াম)।

১১) ২৪ ডিসেম্বর, ২০২২: নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০, গুয়াহাটি, ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম)।

১২) ২৮ ডিসেম্বর, ২০২২: এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)।

১৩) ১৪ জানুয়ারি, ২০২৩: এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)।

১৪) ২১ জানুয়ারি, ২০২৩: চেন্নায়িন এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০, চেন্নাই, জওহরলাল নেহরু স্টেডিয়াম)।

১৫) ২৮ জানুয়ারি, ২০২৩: এটিকে মোহনবাগান বনাম ওড়িশা এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)।

১৬) ৫ ফেব্রুয়ারি, ২০২৩: এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)।

১৭) ৯ ফেব্রুয়ারি, ২০২৩: জামশেদপুর এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০, জামশেদপুর, জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স)।

১৮) ১৪ ফেব্রুয়ারি, ২০২৩: হায়দরাবাদ এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০, হায়দরাবাদ, জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়াম)।

১৯) ১৮ ফেব্রুয়ারি, ২০২৩: এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)।

২০) ২৫ ফেব্রুয়ারি, ২০২৩: ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন)।