Sunil Chhetri:শেখার ইচ্ছেটাই আসল: সুনীল ছেত্রী
নভেম্বরের ১৩ তারিখ রাষ্ট্রপতি ভবনে পুরস্কার নেবেন সুনীল (Sunil Chhetri)। দেশের হয়ে এখনও একটা গোলের মূল্য এখন তাঁর কাছে অনেক। বলছেন,''আমি দেশের জন্য একটা গোল করতে পারলেই খুশি।
নয়াদিল্লি: তিনি ভারতীয় ফুটবলের পোস্টার বয়। অতীতের সব রেকর্ড মুছে দেশের ফুটবলের সামনে নতুন নতুন মাইলস্টোন তৈরি করেছেন তিনি। এ বার আরও একটা প্রাপ্তি। দেশের প্রথম ফুটবলার হিসেবে খেলরত্ন (Khel Ratna) পুরস্কার পাচ্ছেন ভারতীয় দলের (India Football) অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। একটা সময় ভারতীয় ফুটবলের কেউ অর্জুন পুরস্কার (Arjun Award) পেলেই সেটাকে বিরাট ব্যাপার ভাবা হত। পিকে ব্যানার্জি থেকে বাইচুং-বিজয়ন। সবাই পেয়েছেন অর্জুন পুরস্কার। সুনীলের ঝুলিতেও আছে সেটা। এবার তরুণ প্রজন্মের লক্ষ্যটা আরও উচুঁতে তুলে ধরছেন সুনীল ছেত্রী। দেশের প্রথম ফুটবলার হিসেবে খেলরত্ন তিনি। খবরটা এসেছিল কিছুদিন আগেই। সরকারি শিলমোহর এল মঙ্গলবার। ভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) নিজের প্রথম প্রতিক্রিয়ায় সুনীল জানিয়েছেন, ”আমি গর্বিত। ধন্যবাদ জানাতে চাই সবাইকে। আমি সব সময় বলেছি যে স্বপ্নের দৌড়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেটা সম্ভব হত না যদি আমার পরিবার, স্ত্রী, বন্ধু, টিমমেট এবং কোচেরা, যাঁদের অধীনে আমি খেলেছি, তাঁরা আমার পাশে থাকতেন। আমি জীবনে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা সম্পূর্ণ তাঁদের জন্যই। জাতীয় দলের এতদিন ধরে খেলাটা স্বপ্নের মতো। অনেক অনেক ম্যাচ। আসাধারণ এক যাত্রা।”
Life has been nothing short of a dream, says ‘Khel Ratna’ @chetrisunil11
Read ?? https://t.co/iOsR5Z25Ul#BackTheBlue ? #IndianFootball ⚽️ pic.twitter.com/sWZ5bH4kXV
— Indian Football Team (@IndianFootball) November 3, 2021
কিছুদিন আগেই সাফ কাপের ফাইনালে কেরিয়ারের ৮০তম গোল করে আন্তর্জাতিক গোলের নিরিখে মেসির সঙ্গে এক আসনে বসেছেন তিনি। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে আছেন সুনীল ও মেসি। শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দ্বিতীয় স্থানে ইরানের আলি দায়ি। দীর্ঘ সময় ধরে খেলছেন। কিন্তু মাঠে এখনও একই রকম খিদে নিয়ে মাঠে নামেন তিনি। কী ভাবে পারফর্ম করার অনুপ্রেরণা পান? সুনীল ছেত্রী বলছেন,”আমাদের চারপাশে যত আদর্শ আছে, সেটাই যথেষ্ট। আমাদের সেদিকে তাকাতে হবে। আর শেখার ইচ্ছে থাকতে হবে। আশপাশের মানুষ থেকেই অনেক কিছু শেখার রসদ পাই আমরা।”
নভেম্বরের ১৩ তারিখ রাষ্ট্রপতি ভবনে পুরস্কার নেবেন সুনীল। দেশের হয়ে এখনও একটা গোলের মূল্য এখন তাঁর কাছে অনেক। বলছেন,”আমি দেশের জন্য একটা গোল করতে পারলেই খুশি। কয়েক সেকেন্ডের জন্যই বড় স্ক্রিনে নাম ভেসে ওঠে। ওই কয়েকটা সেকেন্ড আমায় বুঝিয়ে দেয়, দেশের জন্য কিছু একটা করতে পেরেছি। ৮০টা গোল দেশের হয়ে। কোনটা সেরা? মজা করে সুনীল বলছেন, যখন খেলা ছেড়ে দেব, অনেক অনেক খাবার খেয়ে মোটা হয়ে যাব, তখন আরামে বসে সেরা গোল বেছে নেব।”
আরও পড়ুন : Lionel Messi: বার্সায় ফিরতে চান মেসি