AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Football Awards: ভারতীয় ফুটবলে বর্ষসেরার পুরস্কার জিতলেন কারা? জেনে নিন বিস্তারিত…

Indian Football News: এই মরসুমে একাধিক নতুন প্লেয়াররা নিজেদের পারফরম্যান্সের জাদুতে মেলে ধরেছেন নিজেদের। শুধু প্লেয়াররাই নন, কোচ থেকে শুরু করে রেফারি সকলেই নিজেদের কাজে সাফল্য পেয়েছেন। আর এই সাফল্যেরই স্বীকৃতি দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা।

Indian Football Awards: ভারতীয় ফুটবলে বর্ষসেরার পুরস্কার জিতলেন কারা? জেনে নিন বিস্তারিত...
Image Credit source: X
Follow Us:
| Updated on: May 02, 2025 | 8:29 PM

কলকাতা: এই বছরের ভারতীয় ফুটবলের ঘরোয়া মরসুম শেষ হতে বাকি আর মাত্র একটা দিন। শনিবার কলিঙ্গ সুপার কাপের ফাইনাল। ট্রফির ম্যাচে মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া ও জামশেদপুর এফসি। তার এক দিন আগেই বর্ষসেরার পুরস্কার ঘোষণা করে দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। এই মরসুমে একাধিক নতুন প্লেয়াররা নিজেদের পারফরম্যান্সের জাদুতে মেলে ধরেছেন নিজেদের। শুধু প্লেয়াররাই নন, কোচ থেকে শুরু করে রেফারি সকলেই নিজেদের কাজে সাফল্য পেয়েছেন। আর এই সাফল্যেরই স্বীকৃতি দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা।

দেখে নেওয়া যাক, কারা কোন পুরস্কার জিতলেন…

  1. বর্ষসেরা ফুটবলার (পুরুষ)- শুভাশিষ বোস। এই মরসুমে ক্লাব ফুটবলে অধিনায়ক হিসেবে সেরা বছর তাঁর। মোহনবাগানের জার্সি গায়ে ইন্ডিয়ান সুপার লিগে দ্বি-মুকুট জিতেছেন। শুধু তাই নয়, মোহনবাগানের এই ডিফেন্ডার আইএসএলে ৬টি গোল ও ১টি অ্যাসিস্টও করেছেন।
  2. বর্ষসেরা ফুটবলার (মহিলা)- সৌম্যা গুগুলথ। এই বছরেই ক্লাব ফুটবলে দল পরিবর্তন করেছেন। গোকুলাম কেরালা থেকে ইস্টবেঙ্গলে এসেছেন সৌম্যা। লাল-হলুদের হয়ে ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতেছেন। লিগের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। ৯টি গোল করেছেন সৌম্যা।
  3. বর্ষসেরা গোলকিপার (পুরুষ)-বিশাল কাইথ। এই পুরস্কারটি যেন প্রত্যাশিতই ছিল। মোহনবাগানের হয়ে দুর্দান্ত মরসুম গিয়েছে বিশালের। আইএসএলেও সেরা গোলকিপার হয়েছেন তিনি। ১৫টি ক্লিন শিট রেখেছেন। জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার।
  4. বর্ষসেরা গোলকিপার (মহিলা)-পান্থোই চানু। ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন এই মরসুমে। ইন্ডিয়ান উইমেন্স লিগের সেরা গোলকিপার হয়েছেন তিনি। ১৪ ম্যাচে ৭টি ক্লিনশিট রেখেছেন।
  5. বর্ষসেরা উঠতি প্রতিভা (পুরুষ)-ব্রাইসন ফার্নান্ডেজ। এফসি গোয়ার এই উঠতি প্রতিভা অসাধারণ খেলেছেন এই মরসুমে। আইএসএলে ৭টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন।
  6. বর্ষসেরা উঠতি প্রতিভা (মহিলা)-থোবিসানা চানু। শ্রীভূমি এফসির হয়ে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন তিনি। মাত্র ১৮ বছর বয়স চানুর।
  7. বর্ষসেরা কোচ (পুরুষ)-খালিদ জামিল। আইএসএলের এক মাত্র সফল ভারতীয় কোচ। জামশেদপুর এফসিকে নিয়ে খুব ভালো কাজ করেছেন এই বছর। দলকে আইএসএল সেমিফাইনালে তুলেছেন। সুপার কাপের ফাইনালেও উঠেছে তাঁর দল। সামনেই এফসি টুর্নামেন্ট খেলার হাতছানি।
  8. বর্ষসেরা কোচ (মহিলা) সুজাতা কর। শ্রীভূমি এফসিকে নিয়ে ভালো ফল করছেন এই বছর। প্রথম ইন্ডিয়ান উইমেন্স লিগ খেলে ৩ নম্বর স্থানে শেষ করেছে তাঁর দল।
  9. বর্ষসেরা ভারতীয় রেফারি ও সহকারী রেফারি (পুরুষ)-ভেঙ্কটেশ আর এবং ভাইরামুথু পি।
  10. বর্ষসেরা ভারতীয় রেফারি ও সহকারী রেফারি (মহিলা)-রঞ্জিতা দেবী ও রিহোলাং ধর।