Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Football: অস্ট্রিয়ান ক্লাবে খেলার সুযোগ পেলেন দর্শন, নতুন দিশা দিচ্ছে অলিভার কান অ্যাকাডেমি

Indian footballer Darshan Patil: অলিভার কান অ্যাকাডেমির শুরু থেকেই লক্ষ্য ছিল মুম্বই তথা মহারাষ্ট্রের ফুটবলকে সাবালক করে তোলা। ইউরোপিয়ান ধাঁচে ট্রেনিং থেকে শুরু করে বিদেশি কোচ আনা, সব কিছুই রয়েছে পরিকল্পনায়। তারই পদক্ষেপ হিসেবে কেএসএ-র সঙ্গে গাঁটছড়াও বাঁধা হল। বিদেশে প্রথমবার খেলার সুযোগ পেয়ে আপ্লুত দর্শন পাটিলও।

Indian Football: অস্ট্রিয়ান ক্লাবে খেলার সুযোগ পেলেন দর্শন, নতুন দিশা দিচ্ছে অলিভার কান অ্যাকাডেমি
Image Credit source: TV9 Network
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 8:00 AM

কলকাতা: মহারাষ্ট্র ফুটবলের ঐতিহাসিক দিন। প্রথম মারাঠি ফুটবলার হিসেবে ইউরোপিয়ান ক্লাবে খেলার সুযোগ পেলেন ১৯ বছরের দর্শন পাটিল। কোলাপুরের ছেলে খেলবেন অস্ট্রিয়ার ক্লাব এসভি গুন্দেনে। মুম্বইয়ে এক অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্চম ডিভিশনের ক্লাবের প্রেসিডেন্ট গারহার্ল্ড রেইল্ড। ওই অনুষ্ঠানেই ঘোষণা করা হয় কর্নাটক স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সঙ্গে গাঁটছড়া বাঁধল অলিভার কান অ্যাকাডেমি। সেখানেই দর্শনের হাতে ক্লাবের জার্সি তুলে দেন গুন্দেনের প্রেসিডেন্ট। অস্ট্রিয়ার ক্লাবে খেলার জন্য দর্শন খুব শিগগিরই উড়ে যাবে অস্ট্রিয়ায়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অলিভার কান অ্যাকাডেমির শুরু থেকেই লক্ষ্য ছিল মুম্বই তথা মহারাষ্ট্রের ফুটবলকে সাবালক করে তোলা। ইউরোপিয়ান ধাঁচে ট্রেনিং থেকে শুরু করে বিদেশি কোচ আনা, সব কিছুই রয়েছে পরিকল্পনায়। তারই পদক্ষেপ হিসেবে কেএসএ-র সঙ্গে গাঁটছড়াও বাঁধা হল। অস্ট্রিয়ান ক্লাবের প্রেসিডেন্ট গারহার্ল্ড রেইল্ড বলেন, ‘খুবই প্রতিভাবান ফুটবলার দর্শন। ওকে টিমে পেয়ে আমাদেরও ভালো লাগছে। ভারতের মতো দেশে প্রচুর প্রতিভা রয়েছে। তাদের খুঁজে বের করা, বিশ্বের সামনে তুলে ধরাটা একটা বড় ব্যাপার। ভারতীয় প্রতিভাদের বিশ্ব ফুটবলের স্বাদ দেওয়াটাও একটা লক্ষ্য। সেটাতে আমরা সাহায্য করতে পারছি, এটা ভেবে ভালো লাগছে।’

রিসপো-র (RISPO) দক্ষিণ-পূর্ব এশিয়ার পরামর্শদাতা কৌশিক মৌলিক বলেন, ‘ভারতের প্রতিভাবান ফুটবলারদের উপর পূর্ণ আস্থা রয়েছে। আমরা এই রকম প্রতিভা খুঁজে বের করার চেষ্টা করছি। তারা পর্যাপ্ত ট্রেনিং যাতে পায়, রিসপোর সেটাই লক্ষ্য। আশা করছি, দর্শনদের মতো ছেলে বড় মঞ্চে ভালো পারফর্ম করবে। অস্ট্রিয়ার লিগে কোলাপুরের ছেলে ভালো খেললে তার থেকে ভালো আর কী হতে পারে।’

বিদেশে প্রথমবার খেলার সুযোগ পেয়ে আপ্লুত দর্শন। তিনিও বলেন, ‘আমার কাছে স্বপ্নপূরণ হওয়ার মতো ব্যাপার। ভারতের ফুটবলার হিসেবে বিদেশের ক্লাবে খেলব। দেশের মান রাখতে চাই। সেই সঙ্গে ক্লাবকেও সাফল্য দিতে চাই।’