Copa America Final 2021: মেসিতে মুগ্ধ, স্কালোনির রণনীতি দুর্ধর্ষ: মেহতাব

২৮ বছর পর ফের চ্যাম্পিয়ন। মারাকানাতে স্বপ্নপূরণ হল আর্জেন্টিনার (Argentina)।

Copa America Final 2021: মেসিতে মুগ্ধ, স্কালোনির রণনীতি দুর্ধর্ষ: মেহতাব
Copa America Final 2021: মেসিতে মুগ্ধ, স্কালোনির রণনীতি দুর্ধর্ষ: মেহতাব
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 1:55 PM

১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকা (Copa America) চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা (Argentina)। ২৮ বছর পর ফের চ্যাম্পিয়ন। মারাকানাতে স্বপ্নপূরণ হল আর্জেন্টিনার (Argentina)। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে (Brazil) ১-০ গোলে হারাল আর্জেন্টিনা। মেসিদের (Lionel Messi) জয়ের পর ম্যাচের ফলাফল ও খুঁটিনাটি নিয়ে টিভি নাইন বাংলার সঙ্গে আলোচনা করলেন ভারতীয় তারকা ফুটবলার মেহতাব হোসেন (Mehtab Hossain)

মেহতাবের কথায়, ব্রাজিলের কিছু সমর্থকরাও আর্জেন্টিনার এই জয়ে খুশি হয়েছে। তিনি বললেন, “এবারের কোপা ও ইউরো শুরুর আগেই আমি বলেছিলাম, এবার কোচেদের ট্যাকটিক্সের লড়াই হবে। শুরু থেকেই আন্ডারডগ ছিল আর্জেন্টিনা। আমরা অনেকবার শুনেছি, আর্জেন্টিনা টিম গেম খেলতে পারে না। আজ দেখলাম, আর্জেন্টিনা কেমন টিম গেম খেলতে পারে। দলের প্রত্যেকে মেসির জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়েছে। আজকের ম্যাচে তাঁদের সকলের হার্ডওয়ার্ক ফুটে উঠেছে। ব্রাজিলের মতো একটা কঠিন দলের কাছ থেকে তাই এই ম্যাচটা ওরা বের করতে পেরেছে।

গতবার ব্রাজিল কোপা জিতলেও চোটের জন্য ছিলেন না নেইমার। এবার ফাইনালে পৌঁছেও অল্পের জন্য ট্রফির স্বাদ পেলেন না। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। তাঁর ব্যাপারে মেহতাব বললেন, “একজন স্টার প্লেয়ার নিজের খেলার মধ্যে দিয়ে আলোড়ন তৈরি করে। চ্যাম্পিয়ন না হলে কান্নায় ভেঙে পড়াটাই স্বাভাবিক। দেশের প্রতি একটা আবেগ থাকে সকলের। পরবর্তী কোপায় নেইমারের বয়স হবে ৩৩। তখন কী তাঁর মধ্যে এখনকার স্পার্কটা থাকবে? এটা একটা চিন্তার বিষয় হয়ে থাকবে। কারণ সবাই তো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয় না। যে এই বয়সে এসেও ৪টে গোল করবে, ৫টে গোল করাবে। নেইমারের জায়গায় থাকলে আমিও হয়তো এভাবেই কাঁদতাম। আমার মনে হত, এই পারফরম্যান্সটা হয়তো আমি পরবর্তী ২ বছরে রাখতে পারব না। এই ব্যাপারগুলো বারবার মনে আসারই কথা।”

আর্জেন্টাইন কোচ স্কালোনির ট্যাকটিক্সের ভূয়ষী প্রশংসা করছেন মেহতাব। কোপার শুরু থেকে অ্যাঞ্জেল ডি মারিয়া কিন্তু সেভাবে খেলেননি। আজ শুরু থেকেই তাঁকে খেলানোয় মেসির ওপর চাপটা কিছুটা হলেও হালকা হয়ে গিয়েছিল বলে মনে করছেন তিনি। মেহতাব বললেন, “৪-৩-৩ ছকে মেসিদের সাজিয়েছিলেন স্কালোনি। কিন্তু ডিফেন্সের সময় মারিয়া যখন এগিয়ে আসছে তখন ৪-২-২ হয়ে যাচ্ছে। আর্জেন্টিনা প্রত্যেকটা বলের জন্য ঝাঁপাচ্ছিল, ফ্রন্টে খেলতে দেয়নি। টার্ন করতে দেয়নি। পুরো ৯০ মিনিটে হয়তো ব্রাজিলের মিডফিল্ডাররা একটা দুটো টার্ন করেছে। আর্জেন্টিনার কোচ দারুণ রণনীতি সাজিয়েছিলেন। মেসিকে ও পুরো আর্জেন্টিনা দলকে জানাই অভিনন্দন। আর্জেন্টিনার এই ফুটবল দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কিন্তু আবারও বলব কোচেদের ট্যাকটিক্সের ভালো লড়াই দেখলাম।”

আরও পড়ুন: Copa America Final 2021: তৃতীয় কিপার থেকে আশ্চর্য উত্তরণ এমিলিয়ানোর