Brazil Supporters: ব্রাজিলের প্যারেডে দোহায় রাস্তায় ভারতীয়দের ভিড়
FIFA World Cup 2022: দোহার রাস্তায় প্যারেডের আয়োজন করা ইভেন্ট অর্গানাইজিং সংস্থা জানিয়েছে, ওই প্যারেডে অংশ নিয়েছিল প্রায় ২ হাজার জন।

দোহা: বিশ্বকাপ খেলতে পরের সপ্তাহেই কাতারে পৌঁছে যাবে ব্রাজিল দল। ১৯ নভেম্বর রাতে দোহায় পৌঁছবেন নেইমার, থিগায়ো সিলভারা। কিন্তু দল পৌঁছনোর আগে থেকেই দোহার বিভিন্ন রাস্তা গিয়েছে ব্রাজিল সমর্থকদের দখলে। হলুদ এবং সবুজ রঙের মোড়া জার্সি ও পতাকায় ভরে গিয়েছে দোহার রাজপথ। ব্রাজিল সমর্থকরা দোহার রাস্তায় প্যারেড করেছিলেন। ব্রাজিলীয়দের সেই প্যারেডে মিশে গিয়েছিল ভারতীয়রাও। নেইমারদের জন্য দোহায় এক হয়ে গিয়েছেন ভারত এবং ব্রাজিল- দুই দেশের বাসিন্দা।
দোহার রাস্তায় প্যারেডের আয়োজন করা ইভেন্ট অর্গানাইজিং সংস্থা জানিয়েছে, ওই প্যারেডে অংশ নিয়েছিল প্রায় ২ হাজার জন। তাঁদের সকলের গায়ে ছিল ব্রাজিলের জাতীয় দলের জার্সি। হলুদ জার্সির পাশাপাশি ব্রাজিলের জাতীয় পকাতাও ছিল অংশগ্রহণকারী সমর্থকদের হাতে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি সমর্থন জানাতে দোহার রাস্তায় নামা সমর্থকদের অধিকাংশই ছিল ভারতীয়। সেই ভারতীয়রা ব্রাজিলীয়দের জার্সি, জাতীয় পতাকা, ফুটবলারদের মুখের আদলে তৈরি মাস্ক পরে ঘুরেছেন। তবে ব্রাজলীয় নাগরিক খুব কমই ছিল সেখানে। সেটাই স্বাভাবিক। কারণ বিশ্বকাপ শুরুর দিন কয়েক পরই রয়েছে ব্রাজিলের প্রথম ম্যাচ। তাই ব্রাজিল সমর্থরা পরের সপ্তাহের শেষ দিকে থেকে আসতে শুরু করবেন কাতারে।
ব্রাজিল রয়েছে গ্রুপ-জিতে। সেই গ্রুপে ব্রাজিল ছাড়াও রয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন। সার্বিয়ার বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে। ব্রাজিলের পাশাপাশি কাতারে আর্জেন্টিনার ভক্ত সংখ্যাও কম নেই। কিন্তু দোহার সেই ভক্তদের অধিকাংশই ভারতীয়। আসলে কাতারের বাসিন্দাদের একটা বড় অংশই প্রবাসী ভারতীয়। বিভিন্ন কাজে জড়িত রয়েছেন তাঁরা। সেই ভারতীয়দের একটা বড় অংশই ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক। তাই কাতারে লাতিন আমেরিকার ওই দলগুলির সমর্থনে রাস্তায় নামছেন প্রচুর ভারতীয়।
