AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: মেসিময় মায়ামি! ‘লিওকে এনে স্বপ্নপূরণ হল’, বললেন বেকহ্যাম

Inter Miami: ইন্টার মায়ামিতে লিওনেল মেসির পথচলা শুরু। মায়ামিতে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির আনুষ্ঠানিক যোগদানের দিন পাওয়া গেল আরও এক সুখবর।

Lionel Messi: মেসিময় মায়ামি! 'লিওকে এনে স্বপ্নপূরণ হল', বললেন বেকহ্যাম
Lionel Messi: মেসিময় মায়ামি! 'লিওকে এনে স্বপ্নপূরণ হল', বললেন বেকহ্যামImage Credit: Inter Miami CF Twitter
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 2:12 PM
Share

মায়ামি: মেসি বরণ করতে সেজে উঠেছিল DRV PNK পার্ক স্টেডিয়াম। ভারতীয় সময় অনুযায়ী ১৭ তারিখ ভোরবেলা ইন্টার মায়ামিতে লিওনেল মেসির (Lionel Messi) পথচলা শুরু হল। ২০ হাজার দর্শকদের সামনে ইন্টার মায়ামির ১০ নম্বর জার্সির নতুন সদস্যকে নিয়ে আসা হল। গ্যালারিময় তখন শুরু হয়ে গিয়েছে মেসির জন্য উৎসব। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির হাতে ১০ নম্বর জার্সি তুলে দিলেন ইন্টার মায়ামির (Inter Miami) দুই মালিক ডেভিড বেকহ্যাম (David Beckham) ও জর্জ মাস। মায়ামিতে মেসির আনুষ্ঠানিক যোগদানের দিন আরও এক সুখবর পাওয়া গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মেসি বরণের জন্য এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল মায়ামি। কিন্তু বৃষ্টির কারণে তা প্রায় ২ ঘন্টা দেরিতে শুরু হয়েছিল। কিন্তু তাতে মেসি ভক্তদের উত্তেজনায় ভাটা পড়েনি। মঞ্চে মেসির নাম ঘোষণা করতেই উল্লাসে ফেটে পড়েন তাঁর ভক্তরা।

মেসি বরণের অনুষ্ঠানের মঞ্চ থেকে ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জ মাস বলেন, ‘এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত। লিও মেসির এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত আমাদের দেশের ফুটবল ল্যান্ডস্কেপ বদলে দেবে। মেসিকে তাঁর প্রিয় ১০ নম্বর জার্সি দেওয়া হল।’

২০২৫ সাল অবধি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি হয়েছে লিওনেল মেসির। নতুন ক্লাবের হয়ে পথচলা শুরু হওয়ার আগে মেসি বলেন, ‘এখানে আমাকে সমর্থন করা প্রতিটা মানুষকে জানাই ধন্যবাদ। মায়ামিতে এসে আমি ভীষণ খুশি। আমি অনুশীলন শুরু করতে চাই। মাঠে নেমে মেজর লিগ সকার উপভোগ করতে চাই। লড়াই করার ইচ্ছেটা আগের মতোই রয়েছে। আমি জিততে চাই। ক্লাবের উন্নতিতে সাহায্য করতে চাই।’

মায়ামিতে মেসি যোগ দেওয়ার দিন ঘোষণা করা হয়েছে বার্সেলোনায় লিওর প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেতসও যোগ দিলেন ওই ক্লাবে। মেসির মতোই মিডফিল্ডার সের্জিও বুস্কেতসের সঙ্গেও ২০২৫ অবধি চুক্তি হয়েছে ইন্টার মায়ামির। সের্জিও বুস্কেতস ইন্টার মায়ামিতে পেয়েছেন ৫ নম্বর জার্সি।