Christian Eriksen: বুকে আইসিডির জন্য ক্রিশ্চিয়ান এরিকসেনের চুক্তি বাতিল করল ইন্টার মিলান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 18, 2021 | 10:36 AM

ডেনমার্কের ফুটবলার এরিকসেনের চুক্তি বাতিল করল ইতালিয়ান সিরি আ ক্লাব ইন্টার মিলান (Inter Milan)। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, এরিকসনের বুকে আইসিডি বা হার্ট স্টার্টার ডিভাইস রয়েছে বলে তাঁর চুক্তি বাতিল করতে বাধ্য হল ইন্টার মিলান।

Christian Eriksen: বুকে আইসিডির জন্য ক্রিশ্চিয়ান এরিকসেনের চুক্তি বাতিল করল ইন্টার মিলান
Christian Eriksen: বুকে আইসিডির জন্য ক্রিশ্চিয়ান এরিকসেনের চুক্তি বাতিল করল ইন্টার মিলান

Follow Us

চলতি বছরের জুন মাসে ফিনল্যান্ডের (Finland) বিরুদ্ধে ইউরো কাপে (Euro Cup) ডেনমার্কের (Denmark) প্রথম ম্যাচে হঠাত্‍ই মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। সেই দৃশ্য এখনও ভোলেনি ফুটবলবিশ্ব। আর কখনও ভুলতেও পারবে না। এ বার সেই ডেনমার্কের ফুটবলার এরিকসেনের চুক্তি বাতিল করল ইতালিয়ান সিরি আ ক্লাব ইন্টার মিলান (Inter Milan)। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, এরিকসনের বুকে আইসিডি বা হার্ট স্টার্টার ডিভাইস রয়েছে বলে তাঁর চুক্তি বাতিল করতে বাধ্য হল ইন্টার মিলান।

ইউরো কাপ চলাকালীন ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে থ্রো ইনের সময় হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ড্যানিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন। দলের অধিনায়ক কেয়ার মাঠেই তাঁকে সিপিআর পদ্ধতিতে সুস্থ করার চেষ্টা করেন। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর কখনও যাতে হৃদরোগের সমস্যায় পড়তে না হয়, তার জন্য পরে তাঁর বুকে আইসিডিও বসে। তার পর থেকেই আর কোনও ম্যাচে খেলেননি তিনি।

গত অক্টোবরে ইতালির (Italy) মেডিকেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, সিরি আ-তে খেলতে পারবেন না এরিকসেন। আসলে ইতালির ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী কার্ডিওভারবেটর-ডিফিব্রিলেটর যন্ত্র যদি কোনও ফুটবলারের শরীরে বসানো থাকে তা হলে তিনি দেশের কোনও লিগে আর খেলতে পারবেন না। ইন্টার মিলানের পক্ষ থেকে এরিকসেনকে ছাড়ার ব্যাপারে বলা হয়েছে, “ইন্টার মিলানের পক্ষ থেকে জানানো হচ্ছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ক্রিশ্চিয়ান এরিকসেনের চুক্তি বাতিল করতে সম্মত হয়েছে দুই পক্ষ। পুরো ইন্টার পরিবার সব সময় এরিকসেনের সঙ্গে আছে এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে। দুই পক্ষের পথ আলাদা হলেও এই বন্ধন কখনও ছিন্ন হবে না।”

আরও পড়ুন: Rohit Sharma: এনসিএতে ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে ‘অমূল্য পরামর্শ’ রোহিতের

আরও পড়ুন: T Natarajan: নিজের গ্রামে নিজের নামে ক্রিকেট মাঠ বানালেন টি নটরাজন

Next Article