AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL Final 2020: মাথায় মারাত্মক চোট পেয়ে হাসপাতালে অময় রানাওয়াড়ে

মাথায় মারাত্মক চোট পেলেন মুম্বই সিটি এফসির (Mumbai City FC) ডিফেন্ডার অময় রানাওয়াড়ে (Amey Ranawade)।

ISL Final 2020: মাথায় মারাত্মক চোট পেয়ে হাসপাতালে অময় রানাওয়াড়ে
মাথায় মারাত্মক চোট পেয়ে হাসপাতালে অময় রানাওয়াড়ে
| Edited By: | Updated on: Mar 13, 2021 | 10:20 PM
Share

মাথায় মারাত্মক চোট পেলেন মুম্বই সিটি এফসির (Mumbai City FC) ডিফেন্ডার অময় রানাওয়াড়ে (Amey Ranawade)। প্রথমার্ধের একেবারে শেষ দিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) লেফটব্যাকের সঙ্গে ধাক্কা লাগে অময়ের। তিনি মাঠে পড়ে গিয়ে কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান হারান। যা রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল মাঠে উপস্থিত প্লেয়ারদের। রেফারি সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন। মাঠে ডাকা হয় অ্যাম্বুলেন্স। ধারাভাষ্যকাররা বলছিলেন, ‘চোট বেশ মারাত্মকই মনে হচ্ছে।’

মুম্বই টিমের স্তম্ভ রাইটব্যাক অময়। এই মরসুমে চমত্‍কার খেলছেনও। আইএসএলের ফাইনালেও এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দাপিয়ে খেলছিলেন। হঠাত্‍ই চোট লাগে তাঁর। কমেন্ট্রিতে ওই পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়, শুভাশিসের সঙ্গে ধাক্কা লেগেছে ঠিকই, তবে তাতে কোনও দোষ ছিল সবুজ-মেরুন সাইডব্যাকের। ইচ্ছাকৃত ভাবে তিনি কিছু করেননি। চোটের শুশ্রূষার পর মাঠে উঠে দাঁড়ানোর সময়ও হঠাত্‍ই মাথা ঘুরে যায় অময়ের।

এর পর আর চিকিত্‍সকরা দেরি করেননি। মাঠে হাজির থাকা অ্যাম্বুলেন্সে করে তাঁকে সরাসরি নিয়ে চলে যাওয়া হয় হাসপাতালে।

তবে স্বস্তির খবর, আপাতত স্থিতিশীল আছেন অময়। চিকিৎসকরা আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। কোচ লোবেরো ম্যাচের পর বলেন,’ওর ঘটনা আমাদের মানসিকভাবে চাপে ফেলে দিয়েছিল। বিরতিতে ম্যাচ নিয়ে ভাবতেই পারছিলাম না। ম্যাচের শেষ দিকে যখন খবর পাই, ও কিছুটা ভালো আছে, তখন স্বস্তি পেয়েছি।’