ISL Season 10: কাল আইএসএল অভিযানে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান
Mohun Bagan Super Giant vs Punjab FC: আইএসএলের আসরে এ বারই প্রথম খেলতে দেখা যাবে পঞ্জাবকে। অচেনা প্রতিপক্ষ, তাই কিছুটা সতর্ক থাকছেন বাগান কোচ। ডুরান্ডে এই পঞ্জাবের বিরুদ্ধেই গ্রুপ পর্বের ম্যাচ খেলেছিল মোহনবাগান। সেই ম্যাচে অবশ্য ২-০ জিতেছিল সবুজ-মেরুন। আইএসএলের জন্য ভারতীয় সহকারী কোচ হিসেবে শঙ্করলাল চক্রবর্তীকে নিয়োগ করেছে পঞ্জাব এফসি। সবুজ মেরুনের প্রাক্তন ফুটবলার এবং কোচ। যদিও তাঁর সময়ের সঙ্গে বর্তমানে বিস্তর ফারাক।
কলকাতা: পুজো আসতে এখনও প্রায় একমাস বাকি। বৃহস্পতিবার আইএসএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আগামী কাল লিগ অভিযানে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান এ বার আরও শক্তিশালী। সবুজ-মেরুনকে ঘিরে স্বপ্ন এবং প্রত্যাশা দুটোই আকাশ ছুঁয়েছে। সদ্য ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ফেরান্দোর দল। ফাইনালে আবার হারিয়েছে ইস্টবেঙ্গলকে। এএফসি কাপের শুরুটাও দাপটের সঙ্গে করেছেন দিমিত্রি পেত্রাতোসরা। আইএসএলের শুরুটাও জয় দিয়ে করতে চান বাগানের স্প্যানিশ কোচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শনিবার মোহনবাগানের সামনে পঞ্জাব এফসি। আইএসএলের আসরে এ বারই প্রথম খেলতে দেখা যাবে পঞ্জাবকে। অচেনা প্রতিপক্ষ, তাই কিছুটা সতর্ক থাকছেন বাগান কোচ। ডুরান্ডে এই পঞ্জাবের বিরুদ্ধেই গ্রুপ পর্বের ম্যাচ খেলেছিল মোহনবাগান। সেই ম্যাচে অবশ্য ২-০ জিতেছিল সবুজ-মেরুন। আইএসএলের জন্য ভারতীয় সহকারী কোচ হিসেবে শঙ্করলাল চক্রবর্তীকে নিয়োগ করেছে পঞ্জাব এফসি। বাগানের বিরুদ্ধে ঘুঁটি সাজানোর ক্ষেত্রে পঞ্জাব শিবিরের বড় ভরসা সবুজ মেরুনের প্রাক্তন ফুটবলার এবং কোচ। তবে তাঁর সময়কার দলের সঙ্গে বর্তমানে বিস্তর ফারাক।
মনে করা হচ্ছে, এ বারের ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে বিধ্বংসী ও বিপজ্জনক দল হয়ে উঠতে পারে মোহনবাগান। ধারে ভারে অন্যান্য দলের চেয়ে বেশ এগিয়ে। এএফসি কাপের ম্যাচে সের্জিও লোবেরার ওডিশা এফসিকে উড়িয়ে আরও চনমনে সবুজ-মেরুন ব্রিগেড। আইএসএলে অন্যান্য দলের চেয়ে বেশ পাল্লা ভারী ফেরান্দোর দলের। প্রত্যেক বিভাগেই রয়েছে কার্যকর ফুটবলার। এমনকি রিজার্ভ বেঞ্চও বেশ পোক্ত। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের কাছে গ্রুপ পর্বে হারের পরও চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ফাইনালে আবার চিরশত্রুকেই হারায় দিমিত্রিরা। বাগান কোচ ফেরান্দোও নিজের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন। আইএসএলে প্রতিদ্বন্দ্বিতা যে বেড়েছে, তা তিনি স্বীকার করছেন। তবে নিজের দলের উপর পূর্ণ আস্থা রাখছেন ফেরান্দো।
এ বছর মোহনবাগান রক্ষণকে ভরসা দিচ্ছেন তরুণ ডিফেন্ডার আনোয়ার আলি। প্রতি ম্যাচেই দুরন্ত পারফর্ম করে চলেছেন। কখনও ব্রেন্ডন হ্যামিল, আবার কখনও হেক্টর ইউস্তের সঙ্গে জুটি বেঁধে খেলছেন। আশিস রাই, দলনায়ক শুভাশিস বসুরাও টিমকে ভরসা জোগাচ্ছেন। হাতে প্রচুর গুণমান ফুটবলার থাকায় প্রত্যেককে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছেন ফেরান্দো। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পান আশিক কুরুনিয়ান। তিনি না থাকলেও, বিকল্প ফুটবলারদের বেছে নিয়েছেন বাগানের স্প্যানিশ কোচ। ইউরো খেলা আর্মান্দো সাদিকু আর বিশ্বকাপার জেসন কামিংসও তৈরি আইএসএল অভিষেককে স্মরণীয় করে রাখতে। দলের সঙ্গে দু’জনেই বেশ ভালো ভাবে মানিয়ে নিয়েছেন। এছাড়া হুগো বোমাস, দিমিত্রি পেত্রাতোসরা তো রয়েছেনই। লক্ষ্য স্থির রেখেই দল সাজাচ্ছেন ফেরান্দো। আইএসএল অভিযানের এখনও ২৪ ঘণ্টারও বেশি সময় বাকি। আজ পঞ্জাব ম্যাচের চূড়ান্ত মহড়া সেরে ফেলতে চায় মোহনবাগান।