ISL Season 10: নিখুঁত ফুটবলই লক্ষ্য, ঘরের মাঠে আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে মোহনবাগান
Mohun Bagan Super Giant vs Bengaluru FC Preview: আইএসএলের দশম সংস্করণে শুরুতেই হার বেঙ্গালুরুর। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নিজেদের ভুলেই ডুবেছে তারা। কেরালা ব্লাস্টার্স ২-১ গোলে জিতেছিল। একটি গোল ডিফেন্সের ভুল, আর একটি গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর। সুনীল ছেত্রী জাতীয় দলে। বেঙ্গালুরু স্কোয়াডে বেশির ভাগই নতুন প্লেয়ার। বোঝাপড়া তৈরিতে সময় লাগছে। সুনীলের অনুপস্থিতি আরও সমস্যার।

কলকাতা: গত বারের চ্যাম্পিয়ন। আইএসএলের নতুন মরসুমে এ বারও দারুণ শুরু। ঘরের মাঠে প্রথম ম্যাচে ৩-১’র বড় ব্যবধানে জিতেছে মোহনবাগান। আইএসএলে অভিষেক হওয়া পঞ্জাব এফসির বিরুদ্ধে জয়েও পুরোপুরি খুশি নন মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। দলের খেলায় আরও উন্নতি প্রয়োজন, এমনটাই মনে করেন মোহনবাগান কোচ। আজ মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি। এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘ। তবে এ বার ভিন্ন মেরুতে দু-দল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইএসএলের দশম সংস্করণে শুরুতেই হার বেঙ্গালুরুর। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নিজেদের ভুলেই ডুবেছে তারা। কেরালা ব্লাস্টার্স ২-১ গোলে জিতেছিল। একটি গোল ডিফেন্সের ভুল, আর একটি গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর। সুনীল ছেত্রী জাতীয় দলে রয়েছেন। বেঙ্গালুরু স্কোয়াডে বেশির ভাগই নতুন প্লেয়ার। বোঝাপড়া তৈরিতে সময় লাগছে। অন্য দিকে, মোহনবাগান সেট টিম। গত বারের মূল দলটাকেই ধরে রেখেছে তারা। সঙ্গে যোগ হয়েছেন দেশি-বিদেশি কয়েকজন ফুটবলার। আরও শক্তিশালী হয়েছে সবুজ মেরুন।
আইএসএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ডুরান্ড কাপও জিতেছে মোহনবাগান। দলের এমন পারফরম্যান্সে যথেষ্ট খুশি ও সন্তুষ্ট হওয়ার কথা মোহনবাগান কোচের। হুয়ান ফেরান্দোর প্রত্যাশা আরও অনেক বেশি। দল যতই ভাল খেলুক, তাঁর নজর নিখুঁত হওয়ায়। আইএসএলে মরসুমের দ্বিতীয় ম্যাচে নামার আগে হুয়ান বলছেন, ‘এখনও অনেক উন্নতি প্রয়োজন। খুঁটিনাটি অনেক দিকেই সংশোধন জরুরি। দলের ছেলেদের পরিশ্রম সফল হয়েছে। ওরা খুবই পরিশ্রম করে। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরও সময় পেলে আরও উন্নতি করতে পারব। লক্ষ্য সেটাই।’
প্রথম ম্যাচে একটা সময়ের পর মোহনবাগানের মনসংযোগে কিছুটা ব্যাঘাত ঘটেছিল। বলা যায়, রক্ষণ ভাগে সাময়িক আত্মতুষ্টি জায়গা করে নিয়েছিল। সেই ভুল থেকেই গোল হজন। হয়তো সে কারণেই আরও সতর্ক মোহনবাগান কোচ। শুধু জয় নয়, ক্লিনশিট রাখাই লক্ষ্য।
মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি, রাত ৮টা, স্পোর্টস ১৮





