ISL: ISL: ভালবাসার দিনে ফিরছে ফুটবল, শুরু হচ্ছে আইএসএল
ISL News: নতুন বছরের শুরুতে ফুটবলারদের ভিডিওবার্তা নড়িয়ে দেয় ভারতীয় ফুটবলকে। পা থেকে ফুটবল সরে যাচ্ছে, সাপোর্ট স্টাফদের কাজ ফুরোচ্ছে, এই মর্মে ফিফার কাছে কাতর আবেদন জানিয়ে ভিডিওবার্তা দেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, প্রীতম কোটালরা। রাতারাতি বৈঠকে বসে আইএসএল করা নিয়ে আশ্বাসবাণী দেয় ফেডারেশন।

নয়াদিল্লি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাটল জট। ১৪ ফেব্রুয়ারি, ভালবাসার দিন থেকে দেশের এক নম্বর ফুটবল টুর্নামেন্টের বল গড়াতে শুরু করছে। কেন্দ্রীয়, ক্রীড়ামন্ত্রী মনসুখ মানডব্য জানিয়ে দিলেন, ফেব্রুয়ারির ১৪ তারিখ থেকে শুরু আইএসএল। কয়েক মাস কেটে যাওয়ার পরও অনিশ্চিত হয়ে পড়েছিল আইএসএল। এফএসডিএলের সঙ্গে ১৫ বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আইএসএল হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। সমস্যা মেটাতে আসরে নামতে হয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককেও।
নতুন বছরের শুরুতে ফুটবলারদের ভিডিওবার্তা নড়িয়ে দেয় ভারতীয় ফুটবলকে। পা থেকে ফুটবল সরে যাচ্ছে, সাপোর্ট স্টাফদের কাজ ফুরোচ্ছে, এই মর্মে ফিফার কাছে কাতর আবেদন জানিয়ে ভিডিওবার্তা দেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, প্রীতম কোটালরা। রাতারাতি বৈঠকে বসে আইএসএল করা নিয়ে আশ্বাসবাণী দেয় ফেডারেশন।
লিগ শুরু করতে অর্থের প্রয়োজন। এই বছরটা কোনও রকমে টাকা জোগাড় করে লিগ শেষ হওয়ার উদ্যোগ নেয় ফেডারেশন। ক্লাবজোটের একাধিক দাবি দাওয়া থাকা সত্ত্বেও আইএসএল করা নিয়ে মাস্টার স্ট্রোক দেয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। অন্তত এবছরের মতো আইএসএল করতে উদ্যোগ নেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মানডব্য। বেশ কিছুটা নমনীয় মনোভাব নেয় ফেডারেশনও। ক্লাবজোটের কাছে এর আগে ২০ বছরের রোডম্যাপ প্রকাশ করে ফেডারেশন। তবে ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে খুশির কবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল।
