Copa America 2021 Final: ব্রাজিলের বিরুদ্ধে এই জয় ইতিহাস মনে রাখবে: মেসি

অতীতে যাই হোক না কেন, এ বার ট্রফি যে আসছেই, নিশ্চিত ছিলেন মেসি। ব্রাজিলের বিরুদ্ধে ফাইনালে গোল পাননি ঠিকই, কিন্তু চমত্‍কার খেলেছে তাঁর টিম।

Copa America 2021 Final: ব্রাজিলের বিরুদ্ধে এই জয় ইতিহাস মনে রাখবে: মেসি
ব্রাজিলের বিরুদ্ধে এই জয় ইতিহাস মনে রাখবে: মেসি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 2:51 PM

রিও দি জেনেইরো: শুধু কি ট্রফি দিয়ে মাপা যায় একটা জয়? এই প্রশ্ন হয়তো খোদ লিওনেল মেসিরই (Lionel Messi)। ব্রাজিলের (Brazil) বিরুদ্ধে আর্জেন্টিনার (Argentina) এই জয় নিছক একটা কোপা (Copa America) প্রাপ্তি নয়। ২৮ বছরের ট্রফির খরা কাটানো মিশে থাকবে। থাকবে মেসি নামের এক ফুটবলারের দেশের হয়ে চরম প্রাপ্তি।

না হলে মেসি নিজেই কেন বলবেন, ‘আমরা হয়তো এখনও বুঝতে পারছি না, কী করে ফেলেছি। ট্রফির উর্ধ্বে উঠে দেখতে হবে এই সাফল্য। কারণ, এটা একটা এমন ম্যাচ ছিল, যা চিরকাল ইতিহাসে থেকে যাবে। ব্রাজিলের মতো টিমকে হারিয়ে কাপ জেতা বিরাট ব্যাপার।’

কেরিয়ারে পাঁচবার বড় মঞ্চের ফাইনালে উঠেছেন মেসি। কিন্তু আগের চারবার শুধুই যন্ত্রণা। ক্লাবের হয়ে এত সাফল্য, দেশের হয়ে পারেন না কেন, নিজেই হয়তো প্রশ্ন করতে চেয়েছিলেন নিজেকে। মেসি বলছেনও, ‘দেশের জার্সিতে কোনও একটা ট্রফি জেতার জন্য মরিয়া ছিলাম। ঈশ্বর শেষ পর্যন্ত আমাকে এটা দিয়েছেন, যার জন্য আমি কৃতজ্ঞ।’

অতীতে যাই হোক না কেন, এ বার ট্রফি যে আসছেই, নিশ্চিত ছিলেন মেসি। ব্রাজিলের বিরুদ্ধে ফাইনালে গোল পাননি ঠিকই, কিন্তু চমত্‍কার খেলেছে তাঁর টিম। মেসির সোজা কথা, ‘গত কয়েক বছর ধরে বারবার ট্রফি জেতার মতো জায়গায় পৌঁছেছি। কিন্তু কোনও না কোনও কারণে সেটা হয়নি। সেই কারণে আর কোনও ভুল করতে চাইনি আমরা। খুব ভালো করেই জানতাম, এ বার আর ট্রফিটা কোনও ভাবেই হাতছাড়া করব না।’

শুধু টিমকে নয়, এই সাফল্যে কোচ লিওনেল স্কালোনিকেও সমান কৃতিত্ব দিচ্ছেন মেসি। তাঁর কথায়, ‘অনেক বছর পর আমরা আবার চ্যাম্পিয়ন হলাম। এটা কোচ স্কালোনি ছড়া সম্ভব ছিল না।’

কলম্বিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন মেসি। ফাইনালে খেলতে পারবেন কিনা, তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও মেসি সে সবের ধারেকাছে যাননি। মরিয়া ছিলেন ট্রফি জেতার জন্য। আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছেন, ‘ওর চোট ছিল না। তবে ব্যথাটা ভালোই ছিল। আসলে ফাইনালটা একেবারে গায়ে গায়ে ছিল। রিকভারির সময়ও কম ছিল যে কারণে।’

আরও পড়ুন: Copa America Final 2021: মেসিতে মুগ্ধ, স্কালোনির রণনীতি দুর্ধর্ষ: মেহতাব