FIFA World Cup 2026: বিশ্বের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা ‘অর্জন’ করল এশিয়ার এই দেশ
পরের বছর কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে ফুটবলের মহাযুদ্ধ। নিয়ম অনুযায়ী এই তিন আয়োজক দেশ আগেই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এ বার বাহরিনকে হারিয়ে এই তিন দেশের পাশাপাশি বিশ্বকাপে খেলার সুযোগ পেল জাপান।

কলকাতা: ইতিহাস গড়ে ২০২৬ এর বিশ্বকাপের টিকিট অর্জন করল জাপান (Japan)। আগামী বছর ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। তার আগে বাহরিনকে বৃহস্পতিবার ২-০ ব্যবধানে হারিয়ে যোগ্যতা অর্জন করেছে জাপান। এই ম্যাচ জিতে প্রথম দেশ হিসেবে আগামী বছরের ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) খেলার ছাড়পত্র পেল জাপান।
পরের বছর কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে ফুটবলের মহাযুদ্ধ। নিয়ম অনুযায়ী এই তিন আয়োজক দেশ আগেই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এ বার বাহরিনকে হারিয়ে এই তিন দেশের পাশাপাশি বিশ্বকাপে খেলার সুযোগ পেল জাপান। বাহরিন-জাপান ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। এরপর দ্বিতীয়ার্ধে জাপানের হয়ে দুটি গোল দাইচি কামাডা ও টেকফুসা কুবোর।
এই নিয়ে পর পর ৮ বার বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করল জাপান। বাহরিনের বিরুদ্ধে জাপান ড্র করলেও বিশ্বকাপে খেলার সুযোগ পেত। অস্ট্রেলিয়া ৫-১ ব্যবধানে হারায় ইন্দোনেশিয়াকে। তারপর অঙ্ক দাঁড়ায় যে, জাপান ড্র করলেই যোগ্যতা নিশ্চিত হয়ে যেত। অবশ্য তেমনটা প্রয়োজন হল না। ম্যাচ জিতে এশিয়ার প্রথম দল হিসেবে জাপান যোগ্যতা অর্জন করল বিশ্বকাপে।
১৯৯৮ সালে প্রথম বার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছিল জাপান। এরপর ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজনও করেছিল তারা। এই সময় থেকে জাপানের ফুটবলের মান বৃদ্ধি পেয়েছে। ২০১৮ এবং ২০২২ দুটো বিশ্বকাপের শেষ-১৬তে জায়গা করে নিয়েছিল জাপান।
🎌 Japan are headed to their eighth consecutive #FIFAWorldCup!#WeAre26 pic.twitter.com/8wnSKpYBgZ
— FIFA World Cup (@FIFAWorldCup) March 20, 2025





