AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2022-23: ওড়িশার বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক বাগান কোচ ফেরান্দো

লিগ টেবলের স্থান দেখে, বা তাদের গত ম্য়াচের পারফরম্যান্স দেখে ওড়িশাকে মোটেও হালকা ভাবে নিচ্ছেন না বাগান শিবিরের কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)।

ISL 2022-23: ওড়িশার বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক বাগান কোচ ফেরান্দো
ISL 2022-23: ওড়িশার বিরুদ্ধে নামার আগে বেশ সতর্ক বাগান কোচ ফেরান্দোImage Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 14, 2022 | 11:12 PM
Share

ভুবনেশ্বর: চলতি আইএসএলে (ISL) তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিক করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এ বার অ্যাওয়ে ম্যাচে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সবুজ-মেরুন শিবির নামতে চলেছে ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে ওড়িশা। অন্যদিকে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে রয়েছে হুয়ান ফেরান্দোর ছেলেরা। ওড়িশার বিরুদ্ধে জিতলে লিগ টেবলের শীর্ষে ওঠার সুযোগ থাকছে এটিকে মোহনবাগানের। লিগ টেবলের স্থান দেখে, বা তাদের গত ম্য়াচের পারফরম্যান্স দেখে ওড়িশাকে মোটেও হালকা ভাবে নিচ্ছেন না বাগান শিবিরের কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। বৃহস্পতিবারের ম্যাচের আগে কী বললেন কোচ ফেরান্দো, তুলে ধরল TV9Bangla

হুয়ান ফেরান্দো বলেন, “এই ম্যাচটা মোটেই সহজ হবে না। কারণ, ওপরের দিকে থাকা তিনটি টিমের মধ্যে অন্যতম ওড়িশা। পরিস্থিতিও বেশ কঠিন হয়ে রয়েছে এখন। আমাদের অ্যাওয়ে ম্যাচে গিয়ে জেতাটা ক্রমশ কঠিন হয়ে উঠছে। আমরা প্রস্তুত হচ্ছি। এই সপ্তাহটা আমাদের কাছে খুবই জরুরি। আমরা আশাবাদী এই ম্যাচে তিন পয়েন্ট অর্জন করতে পারব।”

কার্ড সমস্যার জন্য গত ম্যাচে ব্র্যান্ডন হামিলকে পায়নি সবুজ-মেরুন শিবির। ওড়িশার বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে। এই বিষয়ে ফেরান্দো জানানস হামিলকে পরের ম্যাচে পাওয়া যাবে এটা দলের সকলের জন্যই খুশির খবর। ওড়িশার বিরুদ্ধে কারা খেলবেন, তা প্রয়োজনীয় অনুশীলনের পরই ফেরান্দো ঠিক করে নেবেন বলেও জানান।

নতুন বছরের শুরুতেই ট্রান্সফার উইন্ডো খোলার কথা। এ ব্যাপারে ফেরান্দো বলেন, “ক্লাব কর্তারা খোঁজ রেখে চলেছেন। কোন পজিশনে কে ভালো খেলোয়াড় রয়েছে, তার খোঁজ খবর রাখছি আমরা। ব্যাপারটা সোজা হবে না। পোগবা, জনিদের মতো উঁচু স্তরের খেলোয়াড়দের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়।”

আইএসএলে এই দুই দলের এর আগে মোট ৪ বার সাক্ষাৎ হয়েছে। যার মধ্য়ে ২ বার জিতেছে মোহনবাগান। অপর দুটি ম্যাচ ড্র হয়েছে। এ বার দুই দলই ছন্দ ধরে রেখে জয়ের লক্ষ্যে ঝাঁপাবে।